×

পুরনো খবর

আওয়ামী লীগ ও বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০১৮, ০৪:৪৭ পিএম

আওয়ামী লীগ ও বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে
  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। প্রতিদিনই এলাকায় মতবিনিময়, গণসংযোগ, মিটিং, প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। এতে করে ভোটারদের মাঝেও বেশ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। চলতি বছর সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরোর বাম্পার ফলন ঘরে তোলার কারণে নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে অন্য রকম আমেজ দেখা দিয়েছে। জনগণের মুখে হাসি, তাই এবার ভোটের হিসাব-নিকাশটাও হবে অন্য রকম। নির্বাচনী এলাকার বিভিন্ন হাটবাজার ও অফিস-আদালতের দেয়ালে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও ছবিসংবলিত বিলবোর্ড। তারা মনোনয়ন লাভের আশায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও নির্বাচনী এলাকায় উপজেলা পর্যায়ে এমনকি ইউনিয়ন থেকে গ্রামে দলের সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। দেখা-সাক্ষাৎ করে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করছেন। সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ ও বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় দুদলেই রয়েছে দলীয় কোন্দল। তবে কার ভাগ্যে জুটবে দলীয় মনোনয়ন এ নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জন রয়েছে নির্বাচনী এলাকায়। আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ সমর্থক নেতাকর্মীদের নিয়ে সশরীরে হাজির হচ্ছেন এ আসনের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওরপাড়ের প্রত্যন্ত গ্রামে। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় পুরনো প্রার্থীদের পাশাপাশি নতুন মুখও দেখা যাচ্ছে দুদলে। উদীয়মান এসব তরুণ নেতার সঙ্গে যোগ দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। আবার দলের দুর্দিনে অর্থ, শ্রম ও সময় দিয়ে দলকে শক্ত হাতে ধরে রেখেছেন- এমন পরীক্ষিত নেতার প্রতি সমর্থন চাইছেন অনেকে। ভোটাররাও চান, যাদের সব সময় কাছে পাবেন, শুধু নিজের আখের গোছানোর জন্য না করে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন তাদের মধ্য থেকে যেন দলীয় মনোনয়ন দেয়া হয়। এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক এমপি সৈয়দ রফিকুল হক সুহেল, কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ-বিষয়ক সম্পাদক এডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা বিনয় ভ‚ষণ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান আহমেদ সেলিম ও রফিকুল ইসলাম তালুকদার। অন্যদিকে বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক সাংসদ নজির হোসেন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, ডাক্তার রফিক চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন ও মোত্তালেব খান। অনুসন্ধানে জানা যায়, এ আসনে ১৯৭৩ সালে আবদুল হেকিম চৌধুরী আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। ১৯৭৯ সালে বিএনপির সৈয়দ রফিকুল হক সোহেল, ১৯৮৬ সালে নৌকা প্রতীক নিয়ে ১৫ দলীয় ঐক্যজোটের কমরেড বরুণ রায়, ১৯৮৮ সালে মধ্যবর্তী নির্বাচনে জাতীয় পার্টির বদরুদ্দোজা আহমেদ সুজা, ১৯৯১ সালে ঐক্যজোট থেকে নৌকা প্রতীক নিয়ে নজির হোসেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সৈয়দ রফিকুল হক সোহেল, ২০০১ সালে বিএনপি থেকে নজির হোসেন ও ২০০৮ সালে মোয়াজ্জেম হোসেন রতন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও মোয়াজ্জেম হোসেন রতন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-১ আসনে মাঠে কাজ করছেন কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ-বিষয়ক সম্পাদক এডভোকেট শামীমা শাহরিয়ার। তিনি বলেন, আমি নিজে থেকে নির্বাচনে আসতে চাই না। জনগণ চায় আমি নির্বাচন করি। আগামী নির্বাচনে যদি নৌকা প্রতীক পাই তাহলে আমার ভোটাররা স্বতঃস্ফ‚র্তভাবে আমাকে ভোট দিবেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে নৌকার জন্য কাজ করে আসছি। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্যই আমার কাজ করা। আগামীতে সরকার গঠন করতে নৌকার জয় নিশ্চিত করার জন্য মাঠে কাজ করছেন বলে জানান তিনি। সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল গত বছর বন্যায় ফসলহানির পর হাওরের বাঁধ রক্ষায় কাজ করেছেন। ফলে ভোটারদের মধ্যে তার জন্য একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। নির্বাচনে আসা নিয়ে কামরুল বলেন, শুধু তাহিরপুর উপজেলায় নয়, সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানা এলাকার জনগণের সঙ্গে আমার ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান হয়ে তাহিরপুরের মানুষের সেবা করে যাচ্ছি। অর্জন করেছি তাদের ভালোবাসা। ঠিক এমনিভাবে অন্যান্য উপজেলার জনগণের সেবা করতে চাই এবং আমাকে সেবা করার সুযোগ দিলে আরো বেশি করে সেবা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯২৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৪ হাজার ৮২ এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App