×

খেলা

একটি জয় দলকে স্বস্তি দিতে পারত : মুশফিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৮, ০২:৩৪ পিএম

একটি জয় দলকে স্বস্তি দিতে পারত : মুশফিক
দলের বিপদের সময় হাল ধরেছিলেন। আশাও জাগিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু শেষ ওভারে ৯ রানের হিসেবেটা ঠিক মিলাতে পারেনি টাইগাররা। তাতেই ১ রানে হেরে বসে সাকিব আল হাসানের দল। যে কারণে হতাশ মুশফিক। জয়ের জন্য শেষ ৩ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান। রশিদ খানের করা ১৮তম ওভার থেকে মুশফিক-মাহমুদউল্লাহর পঞ্চম উইকেট জুটি নেন মাত্র ৩ রান। তবে ১৯তম ওভারে করিম জানাতকে টানা ৫ বলে চার হাঁকিয়ে ২১ রান নিয়ে জয়ের আশা জাগান মুশফিক। কিন্তু শেষ ওভারে রশিদের প্রথম বলে বড় শট খেলতে গিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সীমানায় ধরা পড়েন। তারপরও তিনি আশা করেছিলেন জয়ের। শেষ পর্যন্ত অবশ্য তার সেই চাওয়া পূরণে ব্যর্থ হন মাহমুদউল্লাহ-আরিফুল হক। আক্ষেপ থেকে যায় মাত্র ১ রানের। ৩৭ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক। যা তাকে এনে দিয়েছে ম্যান সেরার পুরস্কার। কিন্তু দল হারায় তাতে খুশি নন তিনি। ‘১ রানে হারাটা অবশ্যই হতাশার। সিরিজ যদিও আগেই হেরে গিয়েছিলাম, একটি জয় তবু দলকে স্বস্তি দিতে পারত। দূর্ভাগ্যজনক ভাবে সেটি হয়নি। পরের বার যদি সুযোগ আমার কাছে আসে, আশা করি আমি কাজে লাগাব। জয়ের জন্য আফগানদের প্রাপ্য কৃতিত্ব দিয়েছেন মুশফিক। বলেন,আফগানিস্তানকে কৃতিত্ব দিতেই হবে। ওরা দারুণ খেলেছে। যোগ্য দল হিসেবেই জিতেছে। রশিদ-নবি-মুজিবের মতো তিনজন স্পিনার থাকলে প্রতিপক্ষের কাজ কঠিন। ওরা দারুণ ভাবে কাজে লাগিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App