×

পুরনো খবর

দলাদলিমুক্ত আওয়ামী লীগ বিএনপিতে দ্বিধা-বিভক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ১২:০৬ পিএম

দলাদলিমুক্ত আওয়ামী লীগ বিএনপিতে দ্বিধা-বিভক্তি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে প্রচার-প্রচারণায় তৎপর হয়ে উঠেছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। তবে এখানে আওয়ামী লীগে তেমন দলাদলি না থাকলেও বিভক্তি রয়েছে বিএনপিতে। এ আসনের বর্তমান সংসদ সদস্য হলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদ পলক। বিগত নবম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সিংড়ায় কিছু সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হয়। অভিযোগ ওঠে, সংসদ সদস্যের ছত্রছায়ায় ফাইভ স্টার বাহিনী নামে একটি বাহিনী এসব সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত করে। এ নিয়ে বেশ কিছু পত্র-পত্রিকায় লেখালেখিও হয়। পরবর্তী সময়ে তার হস্তক্ষেপে এসব সন্ত্রাসী কর্মকান্ড থেমে যায়। দশম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে জুনাইদ আহমেদ পলক সিংড়ার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে এক ছাতার নিচে নিয়ে আসায় সিংড়ায় দৃশ্যমান কোনো দলাদলি নেই। এ আসনে তিনি আওয়ামী লীগের একটি শক্ত ও মজবুত অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছেন। এ আসনে আগামী সংসদ নির্বাচনে যারা গ্রুপিং-লবিংসহ জনসংযোগ করে চলেছেন তারা হলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পর পর দুবারের সংসদ সদস্য বর্তমান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল ইসলাম ও সদস্য এডভোকেট সুশান্ত কুমার ঘোষ। অপরদিকে এ আসনে উপজেলা বিএনপি দ্বিধা-বিভক্ত। এ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি কাজী গোলাম মোর্শেদ এবং সিংড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি শামিম আল রাজি সোহানুর রহমানের মধ্যে বিরোধ ছিল। তবে শামিম আল রাজি সোহানুর রহমান হঠাৎ মারা যাওয়ায় তার সমর্থকরা নেতৃত্বহীন হয়ে পড়েছেন। দলের অনেক নেতাকর্মীর অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কাজী গোলাম মোর্শেদের কোনো যোগাযোগ নেই। দলীয় কার্যক্রম নেই বললেই চলে। অবশ্য সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি কাজী গোলাম মোর্শেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিজে উপস্থিত থেকে সিংড়ার ১২টি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করেছেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগও রয়েছে। এসব অপপ্রচার মাত্র। এ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি কাজী গোলাম মোর্শেদ এবং সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ প্রার্থী হওয়ার জন্য গ্রæপিং-লবিং ও গণসংযোগ করে চলেছেন। এ আসনে ওয়ার্কার্স পার্টি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নামও শোনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App