×

বিনোদন

চলচ্চিত্রে অনুদান পেলেন পাঁচজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ০২:৫৩ পিএম

চলচ্চিত্রে অনুদান পেলেন পাঁচজন
২০১৭-১৮ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৫ জনকে দেয়া হয়েছে অনুদান। বুধবার (৬ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। এবার মানিক মানবিক শিশুতোষ ‘আজব ছেলে’ চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন। ‘অবলম্বন’ প্রামাণ্যচিত্রের জন্য অনুদান পেয়েছেন আবিদ হোসেন খান। এর প্রযোজনা করবেন রুবাইয়াত হোসেন। অভিনেতা, নাট্যকার গাজী রাকায়েত অনুদান পেয়েছেন এবছর। তার কাহিনী, প্রযোজনায় ও পরিচালনায় নির্মিত হবে ‘গোর’ সিনেমাটি। সাইদুল আনাম টুটুলও পেয়েছেন অনুদান। ‘কালবেলা’ নামের সিনেমা পরিচালনা করবেন তিনি। এর প্রযোজক ও কাহিনীকার হিসেবেও রয়েছে তার নাম। রহিমা বেগমের প্রযোজনায় হাবিবুর রহমানের পরিচালনায় নির্মিত হবে ‘অলাতচক্র’। সিনেমার কাহিনীকারও হাবিবুর রহমান। প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’ অনুদান হিসেবে পাবে ৪০ লাখ টাকা। আর বাকি ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পাবে ৬০ লাখ টাকা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App