×

আন্তর্জাতিক

উ. কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করছে সুদান!

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ০৬:২৯ পিএম

উ. কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করছে সুদান!
চুক্তি করার পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ার বিপক্ষে মুখ খুলেছে সুদান। বুধবারই দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে স্বাক্ষরিত সব ধরনের চুক্তি বাতিল করেছে সুদানের প্রতিরক্ষা কর্তৃপক্ষ এবং দেশটির সঙ্গে আমাদের সম্পর্কও শেষ। পিয়ংইয়ং এর ব্যাপারে আন্তর্জাতিকভাবে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটার সমর্থনেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘের সঙ্গে এতে করে একাত্নতা পোষণ করা হয়েছে বলেও সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে। তবে এ ব্যাপারে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App