×

তথ্যপ্রযুক্তি

ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আনলো অ্যাপল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৮, ০৩:৪৪ পিএম

ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আনলো অ্যাপল
অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম ম্যাক ওএস-এর আপডেট এসেছে। এই ভার্সনের নাম macOS High Sierra 10.13.5। একাধিক বাগ ফিক্স ও অ্যাপেল এর সব ডিভাইসে আইমেসেজ সিঙ্ক করার ফিচার যোগ হয়েছে নতুন এই আপডেটে। বহুদিন ধরেই ইন্টারনেটে খবর পাওয়া যাচ্ছে যে আই ক্লাউড থেকে মেসেজ সিঙ্ক এর এই ফিচারটি তৈরির কাজ করছিল অ্যাপেল। আগে একাধিক বেটা আপডেটেও এই ফিচার দেখা গিয়েছে। গত সপ্তাহে আইওএস ১১.৪ এর আপডেটেও আপডেটেও নতুন ভার্সন দেখা গিয়েছিল। এই ফিচারে আইফোন, আইপ্যাড ও আইপড টাচ এ মেসেজ সিঙ্ক করা যাবে। এবার ম্যাক ওএস-এও এই একই ফিচার যোগ হল। সব অ্যাপেল ডিভাইসে এবার থেকে মেসেজ সিঙ্ক করাতে পারবেন অ্যাপেল গ্রাহকরা। এর ফলে নতুন কোন ডিভাইস কিনলে আগের ডিভাইসের সব মেসেজ নিমিষেই চলে যাবে নতুন ডিভাইসে। এছাড়াও কোন এক ডিভাইস থেকে কোন মেসেজ মুছে দিলে সব ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে সেই মেসেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App