×

অর্থনীতি

বাজেটের প্রধান চ্যালেঞ্জ দক্ষ জনবল তৈরি করা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০১৮, ০১:১১ পিএম

দুদিন পরই জাতীয় সংসদে উত্থাপিত হবে এই সরকারের শেষ বাজেট। এই সুবাদে রেকর্ডের দোর-গোড়ায় বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে মানবসম্পদ উন্নয়ন খাতে। বরাবরই বিষয়টিতে গুরুত্ব দিলেও ফলাফল আশানুরূপ নয়। প্রতিবছর সরকারের হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। এ ছাড়া উন্নয়নশীল দেশে দক্ষ জনবলের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এবারের বাজেটে সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে দক্ষ জনবল তৈরি করা। আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২০০ কোটি টাকা। আর আয় ধরা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৭৭৫ কোটি টাকা। ঘাটতি থাকছে ১ লাখ ২৭ হাজার ৪২৫ কোটি টাকা। বরাবরের মতো এবারো বেশকিছু বিষয়কে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে মানবসম্পদ উন্নয়ন খাতকে। এ খাতে বরাদ্দ বাজেটের ১৮ দশমিক ৬ শতাংশ বা ৮৭ হাজার ২৪৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে, মানবসম্পদ উন্নয়ন সূচকে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতা খাত। তিনটি খাতে বেশি বরাদ্দ দিয়ে এগিয়ে নিতে চাইছে সরকার। বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়নের বিকল্প নেই। বাজেটে তো অনেক কিছু গুরুত্ব পায়। দক্ষ জনবল তৈরিতে সরকারের সদিচ্ছা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান ভোরের কাগজকে বলেন, এবারের বাজেটে মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দক্ষ জনবল তৈরিতে। দেশের অগ্রসরমান অর্থনীতিতে দক্ষ জনবলের বিকল্প নেই। অর্থনীতিবিদরা বলছেন, বরাবর মানবসম্পদ উন্নয়নে জোর দেয়া হয়। দেয়া হয় নানা দিক নির্দেশনা। কিন্তু বাস্তবায়নের গাফিলতির জন্য পিছিয়ে যায় এসব উদ্যোগ। ফলে প্রতিবছর বিদেশি কর্মীদের বেতন-বাবত হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। এতে একদিকে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে এসব অর্থ দেশে বিনিয়োগ হচ্ছে না। এ ছাড়া নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে থাকে জটিলতা। অনেক ক্ষেত্রে প্রকল্প পরিচালক নিয়োগে একটা শূন্যতা লক্ষ্য করা যায় এবং অত্যধিক সময়ক্ষেপণ হয়। তবে এবারের বাজেটে এসব বিষয়কে প্রাধান্য দেয়ার বিষয়টি যৌক্তিক। দেশের অর্থনীতির আকার ক্রমেই বাড়ছে, বাড়ছে বিনিয়োগের পরিমাণ, গড়ে উঠেছে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান। এই প্রেক্ষাপটে দক্ষ জনবল তৈরির বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান ভোরের কাগজকে বলেন, বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা অনেক। এদের সিংহভাগ তরুণ। এই তরুণদের দক্ষ জনবলে পরিণত করতে প্রয়োজন সরকারের সদিচ্ছা ও সঠিক বাস্তবায়ন। বাজেটে তো অনেক কিছুই থাকে। মোদ্দাকথা হলো মানবসম্পদ উন্নয়নে দক্ষ জনবল তৈরিই হলো বড় চ্যালেঞ্জ। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাবে মানবসম্পদ খাত। তবে আগামী বাজেট হবে অন্যবারের মতো স্বাভাবিক বাজেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App