×

অর্থনীতি

পুঁজিবাজার ঊর্ধ্বমুখী : কমেছে লেনদেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০১৮, ০৪:১৯ পিএম

পুঁজিবাজার ঊর্ধ্বমুখী : কমেছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। দিনের শুরুতে লেনদেনে কিছুটা মন্দা ভাব দেখা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে। দিন শেষে অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জেই। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৩৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩৪৬ দশমিক ৮ পয়েন্টে। ৭ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯৮০ দশমিক ৪৩ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৮ দশমিক শূন্য ২ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১ হাজার ২৪৩ দশমিক শূন্য ৪ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস। সারা দিনে ডিএসইতে ৭ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ২১২টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৮২ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪০২ কোটি ৫ লাখ ৪৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত ছিল ৬৫টির বাজারদর। এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৬৯ দশমিক ৬৭ পয়েন্টে উন্নীত হয়। ১৯২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৭ দশমিক শূন্য ৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৫৬ হাজার ৮০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৬ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৭৭৩ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৭৮টির ও অপরিবর্তিত ছিল ৩৩টির বাজারদর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App