×

আন্তর্জাতিক

পরমাণু মুক্ত না হওয়া পর্যন্ত উ. কোরিয়া নিষেধাজ্ঞার বেড়াজালে থাকবে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০১৮, ০৫:৪৫ পিএম

পরমাণু মুক্ত না হওয়া পর্যন্ত উ. কোরিয়া নিষেধাজ্ঞার বেড়াজালে থাকবে
নানা চড়াই উতরাই পেরিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চলতি মাসের ১২ তারিখ বৈঠকে বসতে যাচ্ছেন। ইতোমধ্যেই জাপানের পররাষ্ট্র মন্ত্রী দাবি করেছেন, কিমের সঙ্গে বৈঠক করে কোনো লাভ হবে না। জাপানের ধারণা, এর আগে যেহেতু এতো বছরে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রমুক্ত হতে পারেনি। নতুন করে আলোচনা করেও তাদের পরমাণু অস্ত্রমুক্ত করা যাবে না। তার চেয়ে দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, কিমের দেশ পারমাণবিক অস্ত্রের কার্যক্রম বন্ধ করার আগ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। তবে দক্ষিণ কোরিয়াকে কথা দেওয়ার পর ইতোমধ্যেই নিজেদের একমাত্র পরমাণু পরীক্ষাগারের সুড়ঙ্গপথ ধ্বংস করে দিয়েছে ইত্তর কোরিয়া। ওই সময় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। সে কারণে দক্ষিণ কোরিয়ার দৃঢ় বিশ্বাস, কিম জং উন একেবারেই বিশ্বস্ত মানুষ। তিনি কোনো কথা দিলে তা রাখবেন। তবে উত্তর কোরিয়ার ওপর ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের মনোভাব পরিবর্তন হয়নি। সম্পূর্ণরুপে পারমাণবিক অস্ত্র কার্যক্রম বন্ধ না করা পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে তার দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App