×

অর্থনীতি

স্পট মার্কেটে ম্যারিকো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ০২:৫২ পিএম

স্পট মার্কেটে ম্যারিকো
বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ জুন) ও বুধবার (৬ জুন) স্টক এক্সচেঞ্জে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে কেনাবেচা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রেকর্ড ডেটের কারণে ৭ জুন (বৃহস্পতিবার) এ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ৩১ মার্চ সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ম্যারিকোর পরিচালনা পর্ষদ। এর আগে ৫০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। গেল বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৫ টাকা ৭২ পয়সা। ৩১ মার্চ এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪৭ টাকা ৩৮ পয়সায়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ১৮ জুলাই সকাল ১০টায় রাজধানীতে অবস্থিত র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এজিএম আয়োজন করবে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয় ম্যারিকো। এর আগে কোম্পানিটি সে হিসাব বছরে ৪৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেয়। ২০১৬ হিসাব বছরে ৪৫০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ডিএসইতে এ শেয়ারের সর্বশেষ দর ছিল ১ হাজার ১৪৫ টাকা ১০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বোচ্চ দর ছিল ১ হাজার ২৯৩ টাকা ৭০ পয়সা ও সর্বনিম্ন ৯৯১ টাকা ১০ পয়সা। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজার দরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২৫ দশমিক ২৪, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ২২ দশমিক ১৩।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App