×

অর্থনীতি

বিওতে লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ০৩:১৮ পিএম

বিওতে লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার ব্যাংক
২০১৭ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস লভ্যাংশ গত ২৭ মে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে প্রিমিয়ার ব্যাংক কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সদ্যসমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে দুই টাকা ৮৩ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ৯১ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৯৬ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা। গতকাল শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১১ টাকা ১০ পয়সা। দিনজুড়ে ৭ লাখ ৯৭ হাজার ৮৭৮টি শেয়ার মোট ২৫৮ বার হাতবদল হয়, যার বাজারদর ৮৮ লাখ ৭৩ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ১১ টাকা থেকে সর্বোচ্চ ১১ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ১০ টাকা ২০ পয়সা থেকে ১৮ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ ও দুই শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা আগের বছর ছিল ১০ শতাংশ বোনাস। এ সময় ইপিএস হয়েছে দুই টাকা ৩৫ পয়সা এবং এনএভি ১৭ টাকা ৪৭ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৫৫ পয়সা ও ১৬ টাকা ৫২ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৬০ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা। এটি আগের বছর ছিল ৯৬ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮০০ কোটি আট লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫১৫ টাকা ৮২ লাখ টাকা। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪২ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে তিন পয়সা। ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত এনএভি হয়েছে ১৯ টাকা ৩১ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল ১৭ টাকা ৮৮ পয়সা। কোম্পানিটি মোট ৮০ কোটি ৮১ হাজার ৯৯টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ৩৩ দশমিক ২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৮ দশমিক শূন্য ছয় শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৮ দশমিক ৭১ শতাংশ শেয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App