×

আন্তর্জাতিক

জর্ডানে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বিক্ষোভকারীদের নতুন দাবি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ১০:৪০ পিএম

জর্ডানে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বিক্ষোভকারীদের নতুন দাবি
আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের পরামর্শে জিনিসপত্রের মূল্য বাড়ানোর প্রতিবাদে গত কয়েকদিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেন জর্ডানের প্রধানমন্ত্রী হানি আল মুকলি। তার পদত্যাগের পরও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, সরকারের বর্তমান যে নীতি রয়েছে তা থেকে সরে গিয়ে জনগণের চাহিদামাফিক নীতি চালু করতে হবে। অায়কর বাড়ানো এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহ থেকেই সরকারবিরোধী বিক্ষোভ চলে আসছে। বিক্ষোভের মুখে বাধ্য হয়ে সোমবার পদত্যাগ করেছেন হানি আল মুলকি। তবে বিক্ষোভকারীরা তার পরেও আন্দোলন চালিয়ে গিয়ে দাবি তুলেছেন, কীভাবে সরকার পরিচালিত হবে সে ব্যাপারে নতুন নীতি প্রণয়নের ব্যাপারে। বিক্ষোভকারীদের একজন জানান, আমরা সরকারকে আজকে নতুন একটি বার্তা দিতে চাই। যদি ক্ষমতা জনগণের সঙ্গে মিথ্যাচার করে। সেটা ঠেকাতে এখনই এ ব্যাপারে নতুন পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, যদি তারা সত্যিকারার্থে দেশের অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে চায়, তাহলে নিজেদের লোকের চেয়ে অন্য যারা অভিজ্ঞ রয়েছে তাদের পরামর্শ নেওয়া উচিত। সেই সঙ্গে বিক্ষোভকারীদের দাবি, রুটি এবং তেলের ওপর যেন রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App