×

খেলা

চোট নিয়ে ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন সেরেনা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ০৮:৩৮ পিএম

চোট নিয়ে ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন সেরেনা
ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোয় সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভার দ্বৈরথটা দেখা হলো না টেনিস-প্রেমীদের। চোটের কারণে বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের মাঝপথ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মার্কিন তারকা সেরেনা। ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর থেকে টেনিসের বাইরে থাকায় রোলাঁ গাঁরোয় অবাছাই হিসেবে অংশ নিয়েছিলেন ২৩টি গ্র্যান্ড স্লাম বিজয়ী সেরেনা। গত সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দেয়া ৩৬ বছর বয়সি এই তারকা প্রথম তিন রাউন্ডে দারুণ ফর্মেই ছিলেন। শেষ ষোলোয় সোমবার রাশিয়ান তারকা শারাপোভার মুখোমুখি হওয়ার কথা ছিল তার। কিন্তু ম্যাচের আগে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান রোলাঁ গাঁরোয় তিনবারের চ্যাম্পিয়ন মার্কিন তারকা। সেরেনা জানান, তার ডান হাতের পেশীতে সমস্যা হচ্ছে। যে কারণে তিনি সার্ভ করতে পারছেন না। মঙ্গলবার প্যারিসে তার হাতে স্ক্যান করাবেন। কবে কোর্টে ফিরতে পারবেন, সেটা স্ক্যানের রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না। সেরেনা জানান, তৃতীয় রাউন্ডে শনিবার জার্মানির জুলিয়া গর্জেসের বিপক্ষে জয়ের ম্যাচের সময় সমস্যাটা প্রথম অনুভব করেন। রোববার তিনি বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে ডাবলসের ম্যাচও খেলেছেন। শারাপোভার বিপক্ষে ম্যাচের আগে সমস্যাটা কাটিয়ে উঠবেন বলে আশা করেছিলেন। কিন্তু তা আর হলো না। এর আগে টুর্নামেন্টের মাঝপথ থেকে ১৫ বার সরে দাঁড়িয়েছিলেন সেরেনা। কিন্তু গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এবারই প্রথম এমন অভিজ্ঞতা হলো তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App