×

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় অর্ধশতাধিক সাংবাদিক আহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ১০:৪৯ পিএম

ইসরাইলি হামলায় অর্ধশতাধিক সাংবাদিক আহত

ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনে সংবাদ সংগ্রহে আসা অত্যন্ত ৫৫ সাংবাদিক আহত হয়েছে।

রোববার গাজা সরকার এক বিবৃতিতে এসব তথ্য জানান। খবর আনাদলু।

দেশটির সরকার সংবাদ সম্মেলনে জানায়, ফিলিস্তিনের গাজায় আসা ১২৫ সংবাদকর্মীর মধ্যে ৫৫ জন ইসরাইলি আগ্রাসনের শিকার হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মে মাসে আসা সাংবাদিকদের মধ্যে ইসরাইলি সেনাদের আক্রমণে নয়জন গুলিবিদ্ধ, আটজন বিস্ফোরণে, ১৭ জন গ্যাসবোমা ও ২১ বিভিন্নভাবে আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরে চারটি লাইভ সম্প্রচার বহনকারী যানবাহনে গ্যাসবোমা হামলা চালায়। এতে সাত সাংবাদিক আহত হন। এ সময় ইসরাইলি সেনারা তাদের আঘাত ও গুলি করে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, মার্চ থেকে এ পর্যন্ত ১২৩ জন মারা গেছে। তাদের মধ্যে ১২ শিশু দুজন ডাক্তার দুজন সাংবাদিক ১৩ হাজার ৬৭২ জন আহত হয়েছে। যাদের মধ্যে ৭ হাজার ৪৫১ জন সরাসরি ইসরাইলি সেনাদের গুলিতে আহত হয়।

ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ ঘরে ফেরা আন্দোলনে ইসরাইলি সেনারা ইচ্ছাকৃত গুলি চালিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App