×

অর্থনীতি

৪৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ০৭:২৯ পিএম

৪৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স

ঈদের আগে ব্যাপকহারে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত মে মাসে পাঠানো এই রেমিটেন্স আগের ৪৫ মাসের মধ্যে সর্বোচ্চ। গত মাসে রেমিটেন্স এসেছে ১৪৮ কোটি ২১ লাখ ডলার। এর আগে গত ২০১৪-১৫ অর্থবছরে জুলাইয়ে ১৪৯ কোটি ২৪ লাখ ডলার রেমিটেন্স দেশে আসে। আজ রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, মে মাসে সর্বোচ্চ রেমিটেন্স আসায় চলতি অর্থবছরে ১১ মাসে (জুলাই-মে) ১ হাজার ৩৫৭ কোটি ৫১ লাখ ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থবছরে সর্বমোট রেমিটেন্স আসে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার। অর্থাৎ ১১ মাসে গত অর্থবছরের ১২ মাসের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বেশি এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈধপথে ডলারের দাম অনেক বেড়েছে। এ ছাড়া অবৈধ হুণ্ডি অনেকটা বন্ধ করা গেছে। রেমিটেন্স বৃদ্ধির বড় কারণ হচ্ছে সামনে ঈদ। মূলত পরিবারের সদস্যদের জন্য বেশি করে অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। এজন্য রেমিটেন্স প্রবাহ বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App