×

জাতীয়

চট্টগ্রামে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ০৭:৩২ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় কর্ণফুলী থানার সিডিএর টেক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত চারজন জোস আহমেদ (৩৩), নাজিম উদ্দিন (৩২), আবুল হোসেন (১৮) ও আবুল কালামকে (৩৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিকলবাহা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুল উভয়ই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে কর্ণফুলী এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার শেষে শোডাউন নিয়ে সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুল অনুসারীদের সঙ্গে জাহাঙ্গীর চেয়ারম্যানের সংঘর্ষ হয়। এতে চার-পাঁচ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দুল মোস্তফা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। প্রথমে জাহাঙ্গীর চেয়ারম্যানের লোকজন আবুল কালামের একজনকে পেয়ে মারধর করে। সেটার প্রতিবাদে জাহাঙ্গীর চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর হয়। এরপর আবুল কালাম বকুলের বাড়িতে হামলার জন্য গেলে তারা গুলি ছোড়ে। এরপর উভয়পক্ষে গুলিবিনিময় হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App