×

জাতীয়

‘ক্লাবফুট’ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএসএমএমইউ’র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ০৯:২৮ পিএম

‘ক্লাবফুট’ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএসএমএমইউ’র
ক্লাবফুট মুক্ত বা মুগুর পা মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ এবং বি ব্লকের মধ্যবর্তী স্থল বটতলা থেকে র‌্যালি শেষে শহীদ ডা. মিলন হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। দি গ্লেনকো ফাউন্ডেশনের ওয়াক ফর লাইফের উদ্যোগে ও বিএসএমএমইউয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহায়তায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার। র‌্যালিতে আরো অংশ নেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দি গ্লেনকো ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব কলিন ক্যাম্পবেল ম্যাকফারলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কৃষ্ণপ্রিয় দাশ। র‌্যালি ও আলোচনা সভায় দি গ্লেনকো ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম, বিএসএমএমইউয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, বাংলাদেশের স্বনামধন্য অর্থোপেডিক বিশেষজ্ঞগণ, ওয়াক ফর লাইফ প্রকল্পের আওতায় চিকিৎসাধীন ক্লাবফুট শিশু ও তাঁদের অভিভাবকগণ এবং দ্য গ্লেরকোফাউন্ডেশনের কর্মকতা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তাঁর বক্তব্যে ক্লাবফুট মুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনা বৃদ্ধির পাশাপাশি বিএসএমএমইউয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের কথা উল্লেখ করেন। আলোচনা সভায় জানানো হয়, দি গ্লেনকো ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ওয়াক ফর লাইফ প্রকল্পটি ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে যশোর জেলা সদর হাসপাতাল থেকে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে এবং পরবর্তীতে সাফল্য লাভ করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সারাদেশে প্রায় ৪০টি জেলায় সরকারি এবং বেসরকারি হাসপাতালে ক্লিনিক স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম ব্যপকভাবে সম্প্রসারিত হয়। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে প্রায় ২২০০০ ক্লাবফুট-শিশুকে “ওয়াক ফর লাইফ” প্রকল্পটি তাদের ক্লিনিকে চিকিৎসার আওতাভুক্ত করেছে এবং শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৬২৭ জন শিশুর ৯৬৪টি মুগুর পা চিকিৎসার আওতাভুক্ত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্তের সার্বিক সহযোগিতায় এবং সহযোগী অধ্যাপক ডা. কৃষ্ণপ্রিয় দাশ এর তত্ত্বাবধানে বিএসএমএমইউয়ের ওয়াক ফর লাইফ-এর কার্যক্রম শুরু হয় গত ১৪ মার্চ ২০১০ এবং শুরু থেকে এ পর্যন্ত অর্থাৎ ১ মে ২০১৮ পর্যন্ত শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৬২৭জন শিশুর ৯৬৪টি মুগুর পা “ওয়াক ফর লাইফ” তাদের চিকিৎসার আওতাভুক্ত করেছে এবং চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App