×

আন্তর্জাতিক

কিউবার সংবিধানে আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ০৬:২৪ পিএম

কিউবার সংবিধানে আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন
উদার সমাজতান্ত্রিক ব্যবস্থা চালুর জন্য কিউবার সংবিধানে পরিবর্তন আনার প্রস্তাব করেছে দেশটির জাতীয় সংসদ। প্রেসিডেন্টের নির্দিষ্ট মেয়াদ এবং সমলিঙ্গের বিয়ের বৈধতার বিষয়টি সংবিধান সংস্কারের মধ্যে রয়েছে। খবর বিবিসির। দেশটির অর্থনীতি ও সামাজিক কাঠামোতে সমাজতান্ত্রিক আদর্শকে পূর্ণমাত্রায় বিকশিত করা। যদিও দেশটিতে ‘অপরিবর্তনীয় সমাজতন্ত্র’ চালু আছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াজ-কানেল ঘোষণা দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো সংবিধান সংশোধনে নেতৃত্ব দিবেন। প্রেসিডেন্ট ডায়াজ কানেল এপ্রিলে দেশটির ক্ষমতা গ্রহণ করেন। ১৯৫৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৫৯ বছর দুই ভাই- ফিদেল ক্যাস্ত্রো এবং রাউল ক্যাস্ত্রো দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ডায়াজ কানেল একজন স্বীকৃত সমাজতান্ত্রিক। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের দিন তিনি তার বক্তৃতায় বলেছিলেন, যারা পুঁজিবাদ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন, তাদের কিউবাতে কোনো জায়গা হবে না। দেশটিতে সর্বশেষ ২০০২ সালে সাংবিধানিক পরিবর্তন এনে ডিক্রি জারি করা হয়। ওই ডিক্রিতে বলা হয়, কিউবার রাজনীতিতে সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য অপরিবর্তনীয়। তবে দেশটির অর্থনীতি ও ভবিষ্যৎ সামাজিক বিষয়ে পার্লামেন্ট কী সিদ্ধান্ত নেয়, তা দেখার জন্য সাধারণ কিউবানদের গভীর আগ্রহ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App