×

বিনোদন

দর্শক আছে নাটক নেই

Icon

মেলা প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৮, ০৩:৫০ পিএম

দর্শক আছে নাটক নেই
রোজার মাসে শুটিংয়ের ব্যস্ততায় দম ফেলারও যেন সময় পাচ্ছেন না অভিনয় শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। টানা শুটিং করছেন অনেকেই। ঈদের অনুষ্ঠানকে ঘিরে শিল্পী-কলাকুশলীদের এই ব্যস্ততা। এদিকে মঞ্চনাটক পাড়া যেন রোজার মাসে কিছুটা নীরব। নাটক পাড়ায় খোঁজ নিয়ে জানা গেছে, দর্শক সংকটের কারণে একাধিক নাট্যদল তাদের প্রদর্শনী বাতিল করেছে। তবে যারা শো করেছেন তাদের অভিজ্ঞতা বলছে অন্য কথা। নাটকের প্রদর্শনীতে দর্শক হচ্ছে, কিন্তু নাট্যদলগুলো আগেই দর্শক সংকটের কথা চিন্তা করে শো করছে না। রোজার প্রথম সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’ তাদের নতুন প্রযোজনা ‘রুধিররঙ্গিণী’ নাটকের প্রদর্শনী করে। সেখানে দেখা গেছে, ৮০ শতাংশ পূর্ণ ছিল মিলনায়তন। রোজার প্রথম তিন দিনই ‘রুধিররঙ্গিণী’ নাটকটি দর্শকপূর্ণ মিলনায়তনে প্রদর্শনী করেছে। অথচ এই নাটকের প্রদর্শনীর আগে অনেকেই শঙ্কা করেছিলেন রোজার মাসে দর্শক হবে না। গত ২৫ মে থিয়েটারওয়ালা রেপার্টরি তাদের ‘জবর আজব ভালোবাসা’ নাটকের প্রদর্শনী করেছে। এই নাটকের নির্দেশক সাইফ সুমন বলেন, দলগত ২৫ মে থিয়েটারওয়ালা রেপার্টরির ‘জবর আজব ভালোবাসা’ নাটকের শো ছিল স্টুডিও থিয়েটার হলে। আবহাওয়া অনুক‚লে ছিল না- ছিল না সময়ও। তবুও দর্শক টিকেট কেটে নাটক দেখেছেন। রোজার মাস ছাড়াও যেমন দর্শক থাকে সেদিনও তেমনই ছিল। রোজার মাস এলেই নাটকের শো বন্ধ করে দেয় দলগুলো। দর্শক আসবে না। রেগুলার শোগুলোতে কার কত দর্শক হয় সেটা সবাই জানে। একই সন্ধ্যায় নাটক সরণির (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে ধ্রুপদী অ্যাক্টিং স্পেস মঞ্চস্থ করে নাটক ‘নভেরা’। এদিন নাটকটির ২৪তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই নাটকের অভিনেত্রী সামিউন জাহান দোলা বলেন, ‘নভেরার শো এবং যথারীতি বৃষ্টি। যথারীতি বলছি কেননা এই পর্যন্ত না হলেও ১৫টি শোতে বৃষ্টি হয়েছে। আমরা অভ্যস্ত এই নিয়ে। একে তো বৃষ্টি তারপর আবার রোজা। তারপরও অনেক দর্শক এসেছেন। সেই উত্তরা থেকে এসেছে দর্শক। ভাঙা পা নিয়েও একজন দর্শক এসেছেন।’ গত ৩১ মে নাট্যশালায় মঞ্চস্থ হয়েছে উৎস নাট্যদলের নাটক ‘স্বর্ণ জননী’। এদিন নাটকের দর্শক ছিল সন্তোষজনক। এমনটাই জানালেন, নাট্যকর্মী তুরজানা ইসলাম আশা। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার হয়ে গেল উৎস নাট্যদলের নাটক ‘স্বর্ণ জননী’র মঞ্চায়ন। এদিন দর্শকের উপস্থিতি দেখে মুগ্ধ হয়েছি। এই রোজার মধ্যেও দর্শকের উপস্থিতি ছিল সন্তোষজনক। রোজার মাস ছাড়াও যেমন দর্শক হয়, তেমনই ছিল। যারা নাটক দেখতে এসেছিলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।’ রোজার মাসে টিভি, মিডিয়া, অফিস সব কিছুই স্বাভাবিক গতিতে চলে, শুধু নাটক পাড়ায় যেন কিছুটা স্থবিরতা। তবে এ চিত্র ২/৩ বছর আগেও ছিল না। তখনো নিয়মিত রোজার মাসে নাটকের প্রদর্শনী হতো এবং দর্শক ভিড় জমাতেন মিলনায়তনে। এবার যেন নাট্যদলগুলো থেকেই রোজার মাসে শো করার ক্ষেত্রে অনীহা। যারা রোজার মাসে শো করতে পারবে না তাদের হল বরাদ্দ দেয়া হয় কেন? এমন প্রশ্ন তুলেছেন একাধিক নাট্যকর্মী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App