×

জাতীয়

কঠোর কর্মসূচির মাধ্যমে খালেদার মুক্তি আনতে হবে : মওদুদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০১৮, ১০:৫৪ পিএম

কঠোর কর্মসূচির মাধ্যমে খালেদার মুক্তি আনতে হবে : মওদুদ

নরম নয় বরং কঠোর অন্দোলনের মাধ্যমে নতুন কর্মসূচি দিয়ে খালেদা জিয়ার মুক্তি আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সংগঠন ‘রুনেসা’আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে একথা বলেন মওদুদ।

মওদুদ আহমেদ বলেন, নমনীয় ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। ধীরে ধীরে এখন আমাদের কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যেতে হবে এবং আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে।’ বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ‘অনেকে এখন আমাদের সমালোচনা করে যে শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছেন তাতে কোনো লাভ হবে না। কথাটা ঠিক। সব কিছুর একটা সময় আছে, সেই সময়ের অপেক্ষা করতে হবে। আর সেই সময় আসলে অবশ্যই উপযুক্ত কঠোর কর্মসূচি দিয়ে আমরা আমাদের দাবি আদায় করবো।’

আন্দোলনের প্রসঙ্গ টেনে মওদুদ বলেন,‘আমাদের তিনটি এজেন্ডা থাকবে। প্রথম বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্বিতীয়টি হলো আমাদের পরিসর বাড়াতে হবে এবং তিন- জনগনকে ঐক্যবদ্ধ করে ঐক্য সৃষ্টি করতে হবে। সেজন্য ২০ দলের বাইরে যেসব ব্যক্তি সংগঠন ও গণতান্ত্রিক শক্তি ও দলকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে জোরদার করতে আহ্বান জানান তিনি। মওদুদ আরও বলেন,‘সরকার বাধ্য হবে সমঝোতায় আসতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে, তারা বাধ্য হবে আগামী নির্বাচন অবাধ ‍সুষ্ঠু পরিবেশে করতে।’

নিম্ন আদালত সরকারের অধীনে বলেই বেগম খালেদা জিয়া মুক্তি বিলম্বিত করা হচ্ছে অভিযোগ করে সাবেক আইনমন্ত্রী বলেন,‘সরকার নানা কৌশলে দেশনেত্রীর মুক্তি বিলম্বিত করছে এবং করতে চাইছে। কারণ নিম্ন আদালত এখন সরকারের নিয়ন্ত্রণে। নিম্ন আদালতের বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। সরকার যা বলবে সরকারের প্রভাবে, রাজনৈতিক প্রভাবে সেভাবে তাদের কাজ করতে হবে। নিম্ন আদালতের সব কিছু নির্ভর করবে নির্বাহী বিভাগের ওপর সুপ্রিম কোর্টের ওপরে নয়। আমরা চেষ্টা করছি,চেষ্টা করবো আইনি প্রক্রিয়ার মধ্যে যতটুকু সম্ভব তাকে কারাগার থেকে বের করে নিয়ে আসতে। কিন্তু নিম্ন আদালত স্বাধীন নয়।’

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ছাত্র দলের সাবেক নেতারা বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App