×

পুরনো খবর

বোর্ডারকে ছাড়িয়ে গেলেন কুক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০১৮, ০৮:৪৩ পিএম

বোর্ডারকে ছাড়িয়ে গেলেন কুক
আগের টেস্টে ছুঁয়েছিলেন অ্যালান বোর্ডারকে। এবার তাকে ছাড়িয়ে গেলেন। টানা সবচেয়ে বেশি টেস্ট খেলার বিশ্ব রেকর্ডটা এখন এককভাবে অ্যালিস্টার কুকের। শুক্রবার শুরু হওয়া ইংল্যান্ড-পাকিস্তান হেডিংলি টেস্টের মধ্যে দিয়ে নতুন উচ্চতায় উঠে গেলেন কুক। এই নিয়ে টানা ১৫৪ টেস্ট খেলছেন ইংলিশ ওপেনার। টানা ১৫৩ টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বোর্ডার। ক্যারিয়ারের ১৫৬ টেস্টের শেষ ১৫৩টিই বোর্ডার খেলেছেন টানা। কুক ২০০৬ সালে অভিষেকের পর থেকে ইংল্যান্ডের মাত্র একটি টেস্টেই দলে ছিলেন না। মুম্বাইয়ে সে ম্যাচে অসুস্থতার কারণে তিনি খেলতে পারেননি। যেটি হতো তার তৃতীয় টেস্ট। এরপর থেকে খেলেছেন দেশের সব টেস্টেই। টানা সবচেয়ে বেশি টেস্ট:
খেলোয়াড় দল ম্যাচ হতে পর্যন্ত
অ্যালিস্টার কুক ইংল্যান্ড ১৫৪* ১১ মে ২০০৬ ১ জুন ২০১৮
অ্যালান বোর্ডার অস্ট্রেলিয়া ১৫৩ ১০ মার্চ ১৯৭৯ ২৫ মার্চ ১৯৯৪
মার্ক ওয়াহ অস্ট্রেলিয়া ১০৭ ৩ জুন ১৯৯৩ ১৯ অক্টোবর ২০০২
সুনীল গাভাস্কার ভারত ১০৬ ২৩ জানুয়ারি ১৯৭৫ ২ ফেব্রুয়ারি ১৯৮৭
ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড ১০১ ১০ মার্চ ২০০৪ ২০ ফেব্রুয়ারি ২০১৬
   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App