×

জাতীয়

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য অপমানজনক’: মওদুদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০১৮, ০৫:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য অপমানজনক’: মওদুদ

সম্প্রতি ভারত সফর নিয়ে গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে 'জাতির জন্য অপমানজনক' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন যে, 'আমি ভারতকে যা দিয়েছেন তা তারা সব সময় মনে রাখবে।' এর চাইতে নিলর্জ্জ অপমানজনক কোনো বক্তব্য আমাদের জাতির জন্য হতে পারে না।"

'আমরা এটার তীব্র নিন্দা করি। তিনি (প্রধানমন্ত্রী) কীভাবে এই কথাটা বললেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের আপনি অনেক কিছু দিয়ে দিয়েছেন। কী দিয়েছেন আমরা সবই জানি।'

সাবেক এই আইনমন্ত্রী বলেন, 'আপনি অকাতরে যত রকমের সুযোগ-সুবিধা দেওয়া যায় আপনি তা করছেন। আপনি তাদেরকে করিডোর দিয়েছেন। আপনি তাদেরকে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট দিয়ে দিয়েছেন। আপনি তাদের নিরাপত্তার ব্যাপারে সব কিছু করেছেন। সেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর ব্যাপারে। আপনি বন্দর ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছেন। সবই দিয়েছেন যেটাই আপনি আজকে স্বীকার করেছেন।'

'আমাদের জাতীয় স্বার্থ ‍উদ্ধার করার ব্যাপারে কোনো কিছুই করতে পারেন নাই। একটা বিষয় যদি বলতে পারতেন যে, আমরা অর্জন করেছি। আমাদের তিস্তা পানি বন্টন এবারও কিছু হয়নি। উনি(প্রধানমন্ত্রী) যাওয়ার আগে বলছিলাম, উনি যদি তিস্তা পানির বিষয়ে যদি সুরাহা করে না আসতে পারেন তাহলে বুঝব আপনার সফর ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ সফরকে তিনি সফল করার চেষ্টা করেছেন এই কথা বলে যে, আমরা অনেক কিছু দিয়ে দিয়েছি, যা ভারত কোনোদিন ভুলতে পারবে না।'

ভারত সফর নিয়ে বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, ভারতে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ যা দিয়েছে তা তারা সারা জীবন মনে রাখবে, তবে এর জন্য কোনো প্রতিদান তিনি চান না।

'দিল্লির পাশে থাকছে ঢাকা, মোদীর কাছে প্রতিদান চান হাসিনা' শিরোনামে ভারতের আনন্দবাজার পত্রিকার একটি সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, 'আমি কোনো প্রতিদান চাই না। প্রতিদানের কী আছে এখানে? চাওয়ার অভ্যাস আমার একটু কম। দেওয়ার অভ্যাস বেশি।'

'আমরা ভারতে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি; আমরা কিন্তু ওদের শান্তি ফেরত দিয়েছি। এটা তাদের মনে রাখতে হবে। কাজেই আমরা ওগুলোর প্রতিদান চাই না।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App