×

অর্থনীতি

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৮, ০৯:২৪ পিএম

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
দেশে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ৫.৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ৮২ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫১ কোটি টাকা। বুধবার শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজি শফিউল আজম ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান এই চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে পাওয়া এই ঋণ ছয় বছরের গ্রেসপিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। এতে শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। এ অর্থে গ্রাম, চর ও দ্বীপাঞ্চলে বসবাসকারী এক কোটি মানুষের কাছে সৌরবিদ্যুৎ সুবিধা দেয়া ও জ্বালানি সাশ্রয়ী চুলারস সম্প্রসারণ করা হবে। প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে বিশ্ব ব্যাংক বাংলাদেশের প্রত্যন্ত ও পল্লী এলাকায় সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সহায়তা করে আসছে। বর্তমানে দেশটিতে বিশ্বের অন্যতম বৃহত্তম সৌরশক্তি পরিচালিত কর্মসূচি রয়েছে যা দেশের প্রায় ১৪ শতাংশ মানুষের চাহিদা পূরণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App