×

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ সাংবাদিককে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৮, ১১:৫৩ এএম

ইউক্রেনে রুশ সাংবাদিককে গুলি করে হত্যা
রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক আরকেডি বাবচেঙ্কোকে (৪১) গুলিবিদ্ধ অবস্থায় ইউক্রেনে মারা গেছেন। বাসার প্রবেশমুখে এ ঘটনা ঘটে। ইউক্রেন পুলিশের মুখপাত্র ইয়োরোস্লাভ ট্রাকালো আরকেডি বাবচেঙ্কোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৬ সালে রাশিয়ার একটি বিমান বিধ্বস্তের বিষয়ে প্রতিবেদন করায় তাকে মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল। এরপর তিনি দেশত্যাগ করেন। সর্বশেষ ইউক্রেনের রাজধানী কিয়েভে বসবাস করছিলেন। তিনি ক্রেমলিনের একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন। কর্মজীবনে তিনি যুদ্ধ বিষয়ক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইউক্রেনের চ্যানেল এটিআর টিভিতে উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। কিয়েভ পুলিশের প্রধান আন্দ্রিই ক্রিশচেঙ্কো স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি তার পেশাগত কারণে হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। বাবচেঙ্কোর মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। প্রখ্যাত এই সাংবাদিককে পেছন থেকে কয়েক দফা গুলি করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চেচেন যুদ্ধের সাবেক সৈনিক বাবচেঙ্কো এক সময় যুদ্ধ বিষয়ক প্রতিবেদক হিসেবে দারুণ খ্যাতি অর্জন করেন। তবে ইউক্রেন ও সিরিয়ার যুদ্ধ নিয়ে রাশিয়ার সমালোচনা করায় তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। তাই জীবন বাঁচাতে জন্মভূমি ত্যাগ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App