×

বিনোদন

সুইপার থেকে সুপারস্টার

Icon

মেলা প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ০২:০৫ পিএম

সুইপার থেকে সুপারস্টার
প্রতিবন্ধী তকমা : জন্মেছিলেন ৬ জুলাই ১৯৪৬ আমেরিকার ম্যানহাটন শহরে ইমিগ্রান্ট বাবা-মার ঘরের প্রথম সন্তান হিসেবে। জন্ম থেকে মুখের নার্ভ সিস্টেমে সমস্যা থাকায় তার ঠোঁট ছিল কিছুটা অবশ। তাই কথা আটকে যেত তার প্রথম থেকেই। জন্মের শুরু থেকেই ঘরে দেখেছেন অশান্তি কোলাহল ঝগড়া। বেড়ে উঠেছেন নেশা গুন্ডা আর রাহাজানির শহরে। বাবা-মা আলাদা হয়ে গেলে বেড়ে ওঠেন এতিমখানায়। ঘরোয়া অশান্তির জন্য টিকতে পারেননি বেশিদিন স্কুলে। আর তোতলানোর জন্য হতেন বন্ধুদের হাসির পাত্র, তকমা পেয়েছিলেন প্রতিবন্ধীর। কিন্তু তিনি চেয়েছিলেন অভিনেতা হতে। তাই তো কলেজ থেকে ছিটকে পড়েন আর চলে আসেন হলিউড পাড়ায়। স্বপ্ন অভিনেতা হওয়ার। সংগ্রামী জীবন : কলেজ ড্রপাউট হলেন অভিনেতা হবেন বলে। স্বপ্ন যখন অভিনেতা হওয়ার। শুরু করলেন তার যাত্রা হলিউডে এসে। দিতে শুরু করলেন একের পর এক অডিশন, কিন্তু হায় ভাগ্য বিধাতা আর মুখ তুলে তাকান না। চষে বেড়িয়েছেন হলিউড। সব পরিচালকের পেছন পেছন ঘুরেছেন চরিত্রের জন্য। যেখানে যা পেয়েছেন তাতেই অভিনয় করেছেন। শোনা যায়, তিনি নাকি এডাল্ট সিনেমায় চেষ্টা করেছেন সেখানেও হয়নি। একের পর এক অডিশনে বাদ পড়লেন তিনি। এবার ভাবলেন সিনেমার স্ক্রিপ্ট লিখে পা রাখবেন হলিউডের ঝলমলে রাজ্যে। লিখতে শুরু করলেন স্ক্রিপ্ট। পকেটে নেই খাবারের টাকা। তারপরও তিনি লেগে রইলেন। চলতে থাকল অডিশন আর রোল না পাওয়ার গল্প। স্ক্রিপ্টের জন্য ঘুরে বেড়িয়েছেন নিউইয়র্কের সব লাইব্রেরি কিন্তু মনমতো কিছু পাননি। হতাশ ক্ষুধার্ত মানসিকভাবে বিধ্বস্ত সিলভেস্টার স্ট্যালন একদিন অবশেষে পেলেন মনমতো গল্প। বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী এবং চাক ওয়েপনারের মধ্যকার বক্সিং ম্যাচ দেখে মাত্র ২০ ঘণ্টায় লিখে ফেললেন তার সেরা মুভির স্ক্রিপ্ট ‘রকি’। মফস্বলের সাধারণ বক্সার থেকে বিশ্ব জয় করা এক বক্সারের অনবদ্য গল্পের মুভি রকি। ঘুরতে শুরু করলেন পরিচালকের দ্বারে দ্বারে। অবশেষে পেলেন এক অফার– এক লাখ পঁচিশ হাজার ডলারের হাতছানি। স্ক্রিপ্টের শর্ত একটাইÑ সিনেমার মূল চরিত্রে থাকবেন তিনি নিজে। আরেক পরিচালক সেই স্ক্রিপ্টের জন্য তাকে অফার করেন ২ লাখ ৫০ হাজার ডলার, ফিরিয়ে দেন তিনি। পরিচালক এরপর অফার করলেন ৩ লাখ ৫০ হাজার ডলার, তাদের একটাই কথা আমাদের চাই স্ক্রিপ্ট আপনাকে নয়। কিন্তু স্বপ্ন যে তার হলিউড রাজত্ব করবেনÑ হবেন অভিনেতা। অবশেষে পরিচালক রাজি হলেন। মাত্র ৩৫ হাজার ডলার দেবেন সাথে প্রধান চরিত্রে সিলভেস্টার স্ট্যালন। সর্বকালের অ্যাকশন হিরো : সাড়ে তিন লাখ ডলারের স্ক্রিপ্ট বিক্রি করলেন মাত্র ৩৫ হাজার ডলারে সঙ্গে প্রধান চরিত্র এই নিয়ে শুরু করলেন হলিউড জীবন। পুরো ছবির বাজেট মাত্র ১ মিলিয়ন ডলার। স্ট্যালন শুরু করলেন বক্সিংয়ের ট্রেনিং একদম শূন্য থেকে। নিজেকে বক্সার হিসেবে তৈরি করলেন সঙ্গে চলতে থাকল শুটিং। মুক্তি পাওয়ার পর জানেন কী হয়েছিল? রকি সিনেমা সর্বমোট আয় করে ২২৭ মিলিয়ন ডলার, যা ১১,০০০% লাভ করে মূলধনের চেয়ে! এ ছাড়া অসংখ্য পুরস্কার আর ১৯৭৬ সালের সর্বোচ্চ আয়ের সিনেমার টাইটেল। এরপর রকি সিনেমার সিক্যুয়াল আসতে শুরু করে একের পর এক। এই ২০১৮ সালে এসেও রকির সিক্যুয়েল হিসেবে এসেছে ক্রিড-২। রকিকে ধরা হয় সর্বকালের সেরা মুভির একটি। রকি দিয়ে থেমে থাকেননি এই স্বপ্নাতুর মানুষ। এরপর এনেছেন আরেক কালজয়ী অ্যাকশন সিনেমা ‘র‌্যাম্বো’। নব্বইয়ের দশকে ছেলেমেয়েদের ঘরে ঘরে ঝুলেছে র‌্যাম্বোর পোস্টার। এরপর প্রজন্মের পর প্রজন্মজুড়ে এখনো ঘরের দেয়ালে চোখে পড়বে র‌্যাম্বোর পোস্টার। চার সিক্যুয়ালজুড়ে থাকা এই অ্যাকশন সিনেমার ভক্ত বিশ্বজুড়ে মিলবে আজো। রকির মতো র‌্যাম্বোও ব্যবসা সফল। শূন্য হাতে এসে হলিউড পাড়া দখল করে নিয়েছেন একাই, এখনো তার রাজত্ব চলছে। ৭৬ বছর বয়সে এসেও এখনো অ্যাকশন সিনেমার গুরু তিনি। তার হাত ধরে আসা এক্সপেন্ডেবল সিরিজ এখনো মানুষকে হলে টানছে। সেরা কিছু সিনেমা ছাড়াও ৬৭-এর বেশি মুভি তিনি করেছেন। সব মুভি একই সঙ্গে যেমন বক্স অফিস হিট তেমনি পেয়েছে দর্শকপ্রিয়তা। শূন্য থেকে স্বপ্নের পেছনে ছুটে চলার গল্প এখানেই শেষ নয়। এখনো তিনি নিয়মিত জিম করেন শুধুমাত্র নিজেকে ফিট রাখার জন্য এবং সিনেমার সঙ্গে থাকার জন্য। তার কর্মের জন্য হলিউড তাকে দিয়েছে সম্মান ভালোবাসা আর হাজারো পুরস্কার। রাস্তার জীবন থেকে উঠে এসে বিলিওনিয়ারের জীবন উপভোগ করেছেন কিন্তু থেমে থাকেননি। এখনো তিনি স্বপ্নের পেছনে ছুটে চলেছেন, আজীবন লালিত স্বপ্নকে সফল করছেন। তাই নিজেকে ভালোবাসুন, ভালোবাসুন আপনার স্বপ্নকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App