×

জাতীয়

দলে অপকর্ম করলে সহ্য করা হবে না

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ১০:২২ পিএম

দলে অপকর্ম করলে সহ্য করা হবে না
দলের মধ্যে কোনো নেতার অপকর্ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক ইফতার মাহফিলে নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, কারো ভালো না লাগলে দল থেকে চলে যান, তবে দলে থেকে অপকর্ম করলে সহ্য করা হবে না। কারো মনে কষ্ট দিয়ে নেতা হওয়ার চেষ্টা করবেন না। আজ রোববার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘‘বাংলাদেশে আমি উদাহরণ সৃষ্টি করেছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, চট্টগ্রাম বিভাগের ইতিহাসে আর কেউ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হননি। আমি সাধারণ সম্পাদক হয়েও সংবর্ধনা নেয়নি, তোরণ নির্মাণ করতে দেয়নি। আমার এগুলোর দরকার নেই।’’ ক্ষমতা চিরস্থায়ী নয়- মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘ক্ষমতায় চির দিন থাকব না। আজ আছি কাল নাও থাকতে পারি। কিন্তু আমি মানুষের মাঝে আছি, থাকব। সুখের মুহূর্তে, দুঃখের মুহূর্তে, আমি সবসময় জনগণের মাঝে আছি।’’ মন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘আমি কোনো অন্যায় করিনি, তাই জনগণ আমার সঙ্গে আছে। আপনারা জনগণকে খুশি করুন। জনগণ আপনাদের খুশি করবে, ভালোবাসবে। বিলবোর্ডে ছবি টাঙিয়ে জনপ্রিয়তা নির্ণয় করা যায় না।’’ তিনি বলেন, ‘‘যারা আমার ছবির সঙ্গে ছবি দিয়ে গাছের উপরে বিলবোর্ড টাঙিয়েছেন, অতিসত্বর আপনারা এ সব বিলবোর্ড নামিয়ে ফেলুন। নাহলে আমি নিজে এসব বিলবোর্ড নামিয়ে ফেলব।’’ ইফতার মাহফিলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ। পরে মন্ত্রী উপজেলার কবিরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি সেখানে ইফতার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App