×

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী উত্তর কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ১২:০৮ পিএম

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী উত্তর কোরিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে এখনও আগ্রহী উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মাত্র চার সপ্তাহের ব্যবধানে শনিবার বিকালে দুই কোরীয় নেতার দ্বিতীয়বার বৈঠকের পর এসব কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। এছাড়া ১২ জুন ট্রাম্পের সঙ্গে কিমের যে বৈঠক হওয়ার কথা ছিল তা নির্ধারিত সময়েই হবে বলে আশাবাদী দুই কোরিয়া। রবিবার সকালে উত্তর কোরিয়ার অবস্থান জানিয়ে এসব কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তবে পরমাণু অস্ত্র সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণের পূর্ণাঙ্গ কোনো ব্যাখ্যা দেননি তিনি বলা হয়েছে ওয়াশিংটন পোস্টের খবরে। আগামী মাসের ১২ তারিখে সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা ছিল। এজন্য যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা কয়েক দফা উত্তর কোরিয়া সফরও করেন। এছাড়া কোরীয় উপদ্বীপে শান্তি ও ট্রাম্পের সঙ্গে বৈঠক উপলক্ষে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ফলপ্রসু বৈঠকও করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এই দুই নেতার বৈঠকের ব্যাপারে আশার সঞ্চার হলে গত বৃহস্পতিবার হঠাৎ করে বৈঠক বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক বাতিলের পেছনে তিনি উত্তর কোরিয়ার শত্রু মনোভাবকে দায়ী করেন। ট্রাম্পের এমন ঘোষণায় তীব্র সমালোচনা করে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সময় বৈঠকে বসার আগ্রহের করা জানায়। দুই দেশের বৈঠক নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছে, ঠিক তখনই আবারও দুই কোরিয়ার সীমান্তের মাঝখানে অসামরিক এলাকা পানমুনজমে জরুরি বৈঠক করেন কিম জং ও মুন জায়ে। মূলত ট্রাম্পের সঙ্গে কিমের সঙ্গে বৈঠক কেমন হবে এবং কিভাবে এর আয়োজন হবে এসব বিষয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর। সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের এক যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ জানায় উত্তর কোরিয়া। তারপর থেকে দুদেশের মধ্যে আবারও বৈরিতা বাড়ার সম্ভাবনা দেখা দেয়। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণে আনার কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে শনিবারের এই বৈঠক এক নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন, এতে আভাস পাওয়া যায় যে দুই কোরিয়া একসাথে কাজ করার একটা পথ বের করতে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App