×

জাতীয়

জেনেভা ক্যাম্পে গ্রেপ্তার ৭৮ মাদক কারবারি কারাগারে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ০৬:২১ পিএম

জেনেভা ক্যাম্পে গ্রেপ্তার ৭৮ মাদক কারবারি কারাগারে
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৭৮ জনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমীন চৌধুরী আসামিদের রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মোট ৯টি মামলায় ওই আসামিদের আদালতে হাজির করে মোহাম্মাদপুর থানা পুলিশ আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন। এর আগে গত শনিবার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে র‌্যাব-২ মোট ১৫৩ জনকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। আসামিদের মধ্যে ৭৮ জনকে মাদক আইনের নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয় এবং অপর আসামিদের শনিবারই মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিহারি ক্যাম্পে এই অভিযান চালায় র‌্যাব। এই অভিযানে র‌্যাবের ৩৬টি টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগস্কোয়াড নিয়ে অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অভিযান দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। অভিযানের সময় ক্যাম্পে প্রবেশের প্রধান ছয়টি পথসহ সবগুলো গলিপথ বন্ধ করে দেয় র‌্যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App