×

খেলা

আফগানিস্তান সিরিজে হেড কোচ ওয়ালশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ০৩:১৫ পিএম

আফগানিস্তান সিরিজে হেড কোচ ওয়ালশ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়ান্টি সিরিজের জন্য কোর্টনি ওয়ালশকে হেড কোচ হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদহাস ট্রফিতে হেড কোচের ভূমিকায় ছিলেন তিনি। নিদফাস ট্রফিতে দারুণ খেলায় তাই আবারও সেই ওয়ালশের উপরই ভরসা রাখছে বিসিবি। ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ মে (মঙ্গলবার) ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৬ সালের সেপ্টেম্বরের প্রথম দিন বংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্বে নিয়োজিত হন ওয়ালশ । হাথুরুসিংহে দায়িত্ব ছেড়ে যাবার পর টাইগারদের হেড কোচের আসনটি শূন্য থেকেই যায়। এরপরে গেল জানুয়ারিতে ঘরের মাঠে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদের অধীনে ত্রিদেশীয়-শ্রীলঙ্কা শিরিজে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় নিদহাস ট্রফিতে হেড কোচ ছিলেন ওয়ালশ। আসন্ন সিরিজের সূচি অনুযায়ী, ৩, ৫ ও ৭ই জুন ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ তিনটিতে টাইগাররা আফগানদের মোকাবেলা করবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App