×

খেলা

আজ ফাইনালে মুখোমুখি চেন্নাই-হায়দ্রাবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ০৩:০৫ পিএম

আজ ফাইনালে মুখোমুখি চেন্নাই-হায়দ্রাবাদ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শিরোপা লড়াইয়ের ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটির মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যেই এই লড়াই হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। আইপিএলের চলতি আসরের শুরু থেকেই দারুণ ছন্দে হায়দ্রাবাদ। সাকিব-রশিদের বোলিং কেমেস্ট্রি আর নতুন অধিনায়ক উইরিয়ামসনের দায়িত্বে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই কোয়লিফায়ার নিশ্চিত করে দলটি। তবে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হেরে কিছুটা চাপে আছে তারা। এবারের মৌসুমে তিন বারের দেখায় তিন বারই অরেঞ্জ আর্মিদের হারিয়েছে ধোনির চেন্নাই। অপরদিকে টানা দুই বছর আইপিএলে নিষিদ্ধ চেন্নাই এই আসরে ফিরেই ফর্মের সেরাটা দেখাচ্ছে। প্রতিটি ম্যাচ কিংসের মতই খেলছে তারা। আসর জুড়েই রয়েছে তারা। তাইতো ফাইনালে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ইতিহাসে সেরা দলও বলা চলে চেন্নাই সুপার কিংস। ২০১০ ও ২০১১ সালে টানা দুইবার শিরোপা জিতেছিল। এরপর ২০১২, ২০১৩ ও ২০১৫ সালের ফাইনালে খেলেছে তারা। অপরদিকে ২০১৬ সালে প্রথম বার উঠেই শিরোপা জিতে হায়দ্রাবাদ। তাছাড়া সাকিব আল হাসান এই নিয়ে তৃতীয় বার ফাইনাল খেলবে। আগের দুই বারের কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইটি ফাইনাল খেলে দুটিতেই শিরোপা জিতেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App