×

আন্তর্জাতিক

লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০১৮, ০৮:২৫ পিএম

লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৭

লিবিয়ার বেনগাজিতে গাড়ি বোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। তবে এখনো কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি। শহরের তিব্বতীয় হোটেলের পেছনে এই গাড়ি বোমা বিস্ফোরণ করা হয়েছে। শহরটি লিবিয়ার ন্যাশনাল আর্মি (এলএনএ) দ্বারা নিয়ন্ত্রণাধীন। বেনগাজিতে স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে ইসলামপন্থী জঙ্গিদের লড়াই চলছে। ন্যাশনাল আর্মি যুদ্ধবাজ সামরিক নেতা খলিফা হাফতারের নেতৃত্বাধীন।

জঙ্গিদের সঙ্গে তিন বছর লড়াই করার পর ২০১৭ সালের জুলাইতে হাফতার বেনগাজির 'পূর্ণ স্বাধীনতা' ঘোষণা করেন। তারপরও ধারাবাহিক সংঘাত, সহিংসতায় পঙ্গু হয়ে আছে শহরটি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে লিবিয়ার বেনগাজি শহরে একটি মসজিদের কাছে জোড়া গাড়ি বোমা হামলায় নিহত হয়েছিল অন্তত ৩৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App