×

তথ্যপ্রযুক্তি

তথ্য হাতানোর অ্যাপ স্টুলিশ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০১৮, ০৩:১২ পিএম

তথ্য হাতানোর অ্যাপ  স্টুলিশ!
সারাহার কথা মনে আছে? গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই অ্যাপটি দিয়ে বেনামী বার্তা দেখতেন ব্যবহারকারীরা।সময় ঘুরে সারাহার মতই আরেকটি অ্যাপ সম্প্রতি ভাইরাল হয়েছে। ‘স্টুলিশ’ নামের নতুন অ্যাপটি দিয়ে ভালোবাসা, রাগ, অভিমানের সোজাসাপটা স্বীকারোক্তি পৌঁছে দেওয়া যাচ্ছে নাম প্রকাশ ছাড়াই।ভাইরাল হওয়া স্টুলিশ আইডির লিংক অনেকেই ফেইসবুকে শেয়ার দিচ্ছেন। শেয়ার করা লিংকে ক্লিক করে কোন নিবন্ধন বা নাম প্রকাশ ছাড়াই ব্যবহারকারীর আইডিতে বার্তা পাঠাচ্ছেন অনেকে। কেউ বেনামী বার্তাগুলোর স্ক্রিনশট ফেইসবুকে শেয়ার করে মজা করছেন।স্টুলিশ অ্যাপটি তৈরি করেছে এইচএলএন এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। অ্যাপটি ইতোমধ্যে ৫ লাখের বেশি ডাউনলোড হয়েছে। তবে কথা হচ্ছে, অ্যাপটি কতটা নিরাপদ?অ্যাপটি মোবাইলে ইন্সটল করার সময় ক্যামেরা, লোকেশন, ফোন কল ও স্টোরেজ অ্যাক্সেসের অনুমতি চায়। কিন্তু এমন অ্যাপ ব্যবহারে সাধারণত এই ধরনের অনুমতির প্রয়োজন পড়ে না। এই অনুমতিগুলো পেলে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও ও কন্টাক্ট নাম্বার অ্যাপটির মাধ্যমে নিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App