×

খেলা

গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন স্মিথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০১৮, ০২:৫৪ পিএম

গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন স্মিথ
কানাডিয়ান ক্রিকেটে খেলতে যাচ্ছেন বল ট্যাম্পারিংয়ের ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রস্তাবিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দশজন ‘মার্কি’ প্লেয়ারের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে স্টিভেন স্মিথকে। শেষ পর্যন্ত এই লিগ যদি মাঠে গড়ায় তাহলে হয়তো স্টিভেন স্মিথকে খেলতে দেখা যেতে পারে। জুনের শেষ দিকে টরেন্টোতে শুরু হবে এই লিগ। স্মিথ ছাড়া অন্য ‘মার্কি’ খেলোয়াড়রা হলেন অস্ট্রেলিয়ার ক্রিস লিন, পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ড্যারেন স্যামি ও ডোয়াইন ব্রাভো। মার্কি খেলোয়াড়ের পাশাপাশি মার্কি কোচের নামও ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় আছেন ফিল সিমন্স, টম মুডি ও হিথ স্ট্রিক। ‘মার্কি’ কোচ হিসেবে আছেন ফিল সিমন্স, টম মুডি ও হিথ স্ট্রিক। আগামী ২৬ মে থেকে শুরু হবে দলগুলোর খেলোয়াড় বাছাই। ১৬টি রাউন্ডের প্রথম দুই রাউন্ডে দল পাবেন ‘মার্কি’ খেলোয়াড়রা। ২৮ জুন শুরু হয়ে ১৫ জুলাই শেষ হবে এই লিগ। অবশ্য ১৫ জুলাই ফুটবল বিশ্বকাপেরও ফাইনাল অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App