×

খেলা

পুরনো চোটে ভুগছেন তাসকিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ০৪:১৯ পিএম

পুরনো চোটে ভুগছেন তাসকিন
কয়েকমাস ধরেই পিঠের পুরনো চোটে ভুগছেন তাসকিন আহমেদ। তবে বসে কিন্তু নেই তিনি। নিয়মিতই করছিলেন জিম-রানিং। একই সঙ্গে বোলিং-ফিল্ডিংও। কিন্তু এখনও সুস্থ হতে পারেননি। যে কারণে আফগানিস্তান সফরে টাইগার স্কোয়াডে জায়গা হয়নি তার। শঙ্কা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও। আফগান সফরের দল থেকে বাদত পড়েও মন খারাপ হয়নি তাসকিনের। আশায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু চোট নিয়ে বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাসে ডানহাতি এ পেসার লিখেছেন, পিঠে এতটা ব্যথা যে বিছানা থেকেও নামতে পারছি না। তাসকিনের মেরুদণ্ডের লোয়ার ডিক্সে জেল শুকিয়ে গেছে। অস্ত্রোপচার না লাগলেও শিগগিরই ইনজেকশন পুশ করতে হবে। ডানহাতি এ পেসারের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, তাসকিনের মেরুদণ্ডের লোয়ার ডিক্সে আমরা এমআরআই করিয়েছি। যা দেখলাম তাতে সার্জারির প্রয়োজন মনে হচ্ছে না। আবার ফিজিও থেরাপিতেও ভালো হচ্ছে না। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা ইনজেকশন পুশ করবো। আশা করি তাতে হয়ত অবস্থার উন্নতি হতে পারে। ইনজেকশন দেয়ার পর সুস্থ হতে এক সপ্তাহ, এক মাস, এমনকি তারচেয়ে বেশি সময়ও লাগতে পারে তাসকিনের। এসমটাই জানিয়েছেন বিসিবির ফিজিও। তাসকিনের চোট সমস্যা অভিষেকের আগ থেকেই। শুরুতে হাঁটুর ইনজুরি তাকে ভীষণ ভুগিয়েছে। তারপরও লড়াইটা চালিয়ে গেছেন তিনি। ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তুলেছেন গতির ঝড়। হয়েছেন সফলও। কিন্তু গত কয়েকমাস ধরে পিঠের পুরোনো চোটে যেন কিছুটা দিশেহারা হয়ে পড়েছেন এ স্পিডস্টার। সেখান থেকে দ্রুত বের হয়ে তিনি ফিরবেন আপন মহিমায়। এমনটাই ভাবছেন তার ভক্ত-সমর্থকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App