×

আন্তর্জাতিক

পরমাণুকেন্দ্রে 'বিস্ফোরণ ঘটিয়েছে' উত্তর কোরিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ০৭:৩২ পিএম

পরমাণুকেন্দ্রে 'বিস্ফোরণ ঘটিয়েছে' উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের বিভিন্ন টানেল বিস্ফোরণ ঘটিয়ে দেশটি ধ্বংস করে দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পাংগিয়ি-রি এলাকায় নির্মিত ওই পারমাণু কেন্দ্রে বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সেখানে বিভিন্ন দেশের সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, পরমাণুকেন্দ্রের টানেলগুলোতে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এগুলোর মধ্যে বৃহস্পতিবার সকালে দুটি এবং বিকেলে চারটি বোমার বিস্ফোরণ ঘটে।

এ সময় ঘটনাস্থলে বিভিন্ন দেশের ২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। তবে আন্তর্জাতিক তদন্তকারীদের সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। উপস্থিত ২০ সাংবাদিকদের মধ্যে একজন ছিলেন সংবাদমাধ্যম স্কাই নিউজের টম চেশায়ার। তিনি বলেন, আমরা পর্বত বেয়ে উঠেছিলাম এবং ৫০০ মিটার দূর থেকে ধ্বংসযজ্ঞ দেখলাম।''তারা তিন-দুই-এর বলে গণনা করছিল। এর পর একটি বড় বিস্ফোরণ ঘটলো, যেটা অনুভব করা যায়। ধুলা আর তাপ বোঝা যাচ্ছিল। এটা অনেক জোরালো ছিল।'চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রকে ওই পারমাণবিক পরীক্ষাকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি জানায় উত্তর কোরিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App