×

জাতীয়

'নিখোঁজ' ছাত্রদল নেতা ফয়সাল চোখবাঁধা অবস্থায় উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ০৯:৪৭ পিএম

'নিখোঁজ' ছাত্রদল নেতা ফয়সাল চোখবাঁধা অবস্থায় উদ্ধার

ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ফয়সাল আহমেদ সজলকে চোঁখ বাধা অবস্থায় রাজধানীর রামপুরা থেকে উদ্ধার করা হয়েছে। গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে এর আগে অভিযোগ করে বিএনপি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপুরা ব্রিজ থেকে ফয়সালকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, ফয়সালের সন্ধানের বিষয়টি প্রথমে অজ্ঞাত একজন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে ফোনে জানান। পরে কিরণ তাকে (রিজভী) বিষয়টি জানালে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন । এর আগে আজ সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী জানান, ফয়সালকে গত দুইদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ফয়সাল জগন্নাথ বিশ্বদ্যিালয়ের (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি। গত মঙ্গলবার থেকে ফয়সাল নিখোঁজ বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

ফয়সালের পরিবারের সদস্যরা দাবি করেন, নিখোঁজের পর গতকাল বুধবার ফয়সালের স্ত্রী, বোন ও ভগ্নিপতি খিলগাঁও থানায় জিডি করতে যান। তখন পুলিশ জিডি না নিয়ে তাদের বলে, ‘দেখি কী করা যায়। আপাতত জিডির দরকার নেই, আপনারা খুঁজেন, আমরাও খুঁজি।'

সকালে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে বলে তার সহকর্মীরা আশঙ্কা করছে। আমাদেরও বিশ্বাস এভাবে তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি আওয়ামী আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ।'

বিএনপির এই নেতা আরও বলেন, ‘পুরনো কায়দায় বিরোধীদল নিধনের হাতিয়ার হিসেবে ফয়সালকে তুলে নেওয়া হয়েছে। কারণ ফয়সাল বর্তমান ভোটারবিহীন সরকার বিরোধী আন্দোলনের একজন তরুণ নেতা। রাজপথের সাহসী সৈনিক। বেছে বেছে বিরোধীদলের তরুণ নেতাকর্মীদের যেভাবে তুলে নেওয়া, গ্রেপ্তার, গুম ও বিচারবর্হিভূতভাবে হত্যা করা হচ্ছে তারই ধারাবাহিক শিকার হয়েছে মেধাবী ছাত্র নেতা ফয়সাল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App