×

তথ্যপ্রযুক্তি

নতুন বাজেট ফোন রেডমি ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ০১:২৯ পিএম

নতুন বাজেট ফোন রেডমি ৬
নতুন বাজেট ফোন রেডমি ৬ বাজারে আনতে যাচ্ছে শাওমি। ইতোমধ্যে ফোনটি চীনের রেগুলেটরি বডির ছাড়পত্র পেয়েছে। এর ডিজাইন একেবারেই সাদামাটা যার পেছনের অংশ দেখতে হবে রেডমি নোট ৫ সিরিজ বা রেডমি এস২ এর মতো। সামনে থাকছে নচ যুক্ত ১৮:৯ অনুপাতের ডিসপ্লে। যদিও বেজেল খুব বেশি কমেনি।ফোনের ডিসপ্লে সাইজ থাকবে ৫ দশমিক ৪৫ ইঞ্চি, যার রেজুলেশন ১৪৪০ x ৭২০ পিক্সেল হতে পারে। প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০। তবে ব্যাকআপের জন্য ৩০০০ এমএএইচ ধারণক্ষমতার ব্যাটারি থাকার বিষয়টি নিশ্চিতভাবে জানা গেছে। সন্দেহাতীতভাবেই অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও। গুগলের ছাড়পত্র পেতে হলে এবং ফোনে গুগল প্লে সেবা ইন্সটল করতে হলে অ্যান্ড্রয়েড ওরিওর বিকল্প নেই।পেছনে ডুয়েল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। তবে ক্যামেরার রেজুলেশন বা মানের বিষয়ে কিছু জানা যায়নি। তবে রেডমি ৬ যেহেতু বাজেট ডিভাইস, স্যামসাং ১৩ মেগাপিক্সেল মূল সেন্সর আর ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর হবার সম্ভাবনাই বেশি।আগামী ৩১ মে শাওমির ডিভাইস উন্মোচন অনুষ্ঠানে ঘোষণা করা হতে পারে। রেডমি ৬ ফোনটি মূল্য ১২ হাজার টাকার কাছাকাছি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App