×

তথ্যপ্রযুক্তি

চালকদের দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেবে উবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ০১:১৯ পিএম

চালকদের দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেবে উবার
ইউরোপীয় চালকদের অসুস্থ হলে সহায়তা, কাজে যেকোনো দুর্ঘটনায় ক্ষতিপূরণ এবং পিতৃত্বকালীন ছুটি দেবে রাইড শেয়ারিং অ্যাপ উবার।উবার বলছে, তারা চালকদের জন্য নতুন যেসব সুবিধা নিয়ে আসছে তার মধ্যে এর বাইরেও রয়েছে সাহসিকতার পুরস্কার দেবার ব্যবস্থা। উবারের ভাষ্য, পূর্বে যে পরিমাণ প্রবৃদ্ধি তারা করেছে সেখানে চালকদের জন্য যথেষ্ট কিছু করা হয়নি। তাই নতুন এই সুবিধাগুলো দেবে সিলিকনভ্যালি ভিত্তিক প্রতিষ্ঠানটি। এর আগে আমরা চালকদের পার্টনারদের ডেকেছি, কিন্তু এবারের মতো অন্যবার এতোটা সাড়া পাইনি বলে জানান উবার প্রধান নির্বাহী দারা খসরুশাহী।এই ইনস্যুরেন্স সুবিধা উইরোপের উবার চালক এবং উবার খাবার ডেলিভারি কাজে যুক্ত সবার জন্য দেবে উবার।এপ্রিল ২০১৭ সাল থেকে উবার দেশটিতে অসুস্থতা এবং আহত হলে তার ইনস্যুরেন্সের ব্যবস্থা করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App