×

পুরনো খবর

ক্লান্তি দূর করতে ইফতারে পান করুন "আপেল মিল্কশেক"

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ০২:৫৭ পিএম

ক্লান্তি দূর করতে ইফতারে পান করুন
তাৎক্ষনিক শক্তি যোগাতে ও ক্লান্তি দূর করতে মিল্কশেকের জুড়ি নেই। ইফতারের জন্য আদর্শ এই মিল্কশেক বিভিন্ন ফ্লেভারে তৈরি করা যায়। আজ চলুন দেখে নেই আপেল মিল্কশেকের রেসিপি টি।
উপকরন: ১. আপেল ছোট করে টুকরো করা ৩ কাপ ২. দুধ ১ লিটার ৩. চিনি ১ টেবিল চামচ ৪. কাজুবাদাম বাটা আধা কাপ ৫. দারচিনি গুড়ো ১ চা চামচ প্রনালী : প্রথমে আপেলের টুকরো ও চিনি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এরপর এতে দুধ, বাদাম বাটা, দারচিনি গুড়ো দিয়ে ব্লেন্ড করুন ভালোমত। এবার গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আপেল মিল্কশেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App