×

খেলা

ক্রিকেট থেকে অবসর নিলেন জয়সে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ০৮:৫৫ পিএম

ক্রিকেট থেকে অবসর নিলেন জয়সে

আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এড জয়সে আজ সকল প্রকার ক্রিকেট থেকে অবসর ঘোষনা করেছেন। আয়ারল্যান্ডের হয়ে স্বপ্নের অভিষেক টেস্ট খেলার ১৫ দিনের মধ্যেই ক্রিকেট থেকে অবসর ঘোষনা করলেন তিনি।

চলতি মাসের শুরুতে মালাহিডে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা আয়ারল্যান্ড দলের সদস্য ছিলেন ৩৯ বছর বয়সী জয়সে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ১১তম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটে আইরিশদের। ক্যারিয়ারে মোট ৭৮টি এক দিনের আন্তর্জাতিক ও ১৮টি টি-২০ ম্যাচ খেলেছেন খেলেছেন জয়সে। যার মধ্যে নাগরিকত্ব লাভ করা ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৭টি ওয়ানডে ও দুটি টি-২০।

সবচেয়ে অভিজ্ঞ এবং অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ২০১১ বিশ্বকাপে তিনি আয়ারল্যান্ড দলের হয়ে খেলেছেন। ১৯৯৯ সালে শুরুর পর গত বছর ইংলিশ কাউন্টি থেকে অবসর নেয়া জয়সে আয়ারল্যান্ড ক্রিকেটের ব্যাটিং এবং প্রধান কোচ হিসেবে যোগ দেবেন।

তিনি বলেন, ‘আমি মনে করছি অবসর নেয়া এবং নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিকক সময়।’ বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App