×

জাতীয়

ঢাকায় ইবিএলের নিরাপত্তাকর্মী হত্যায় একজন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ০১:৪৬ পিএম

ঢাকায় ইবিএলের নিরাপত্তাকর্মী হত্যায় একজন গ্রেপ্তার
ঢাকা সেনানিবাসে ইবিএল এটিএম বুথ এর নিরাপত্তারক্ষী শেখ তহিদুল ইসলাম নুরুন্নবী হত্যা মামলার মূল আসামি শেখ মোহাম্মদ রাসেলকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান মঙ্গলবার রাতে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা থেকে আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবেদ জানা গিয়েছে পূর্ব শত্রুতার জেরেই খুন করা হয়েছে নিরাপত্তারক্ষী নুরুন্নবীকে। আসামি রাসেলকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে জানানো হবে। উল্লেখ্য, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী নূরনবীকে ছুরিকাঘাতে হত্যা করে টাকা লুট করে দুর্বৃত্তরা। রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নুরুন্নবীর লাশ উদ্ধার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App