×

তথ্যপ্রযুক্তি

কোয়ালকমের সঙ্গে কাজ করবে ফেসবুক !

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ০৪:৫০ পিএম

কোয়ালকমের সঙ্গে কাজ করবে ফেসবুক !
হাইস্পিড ওয়াইফাই নেটওয়ার্ক তৈরির জন্য কোয়ালকমের সঙ্গে কাজ করবে ফেসবুক। বিশ্বজুড়ে ফেসবুকের ওয়াইফাই নেটওয়ার্ক থাকবে। এজন্য নতুন ৬০ গিগাহার্জ ফ্রিকুয়েন্সি নেটওয়ার্ক ব্যবহার করা হবে,সে কাজটি করবে কোয়ালকমের নতুন নেটওয়ার্ক চিপসেট। এ ব্যাপারে কোয়ালকম মুখপাত্র জানিয়েছেন, নতুন নেটওয়ার্ক শুধু শহরে নয়, গ্রামেও ভালভাবে কাজ করবে। তারা চেষ্টা করবেন নিশ্ছিদ্র নেটওয়ার্ক যাতে সবখানে পৌঁছে যায়। আগামী বছরের মাঝামাঝি সময় থেকে পরীক্ষানিরীক্ষা শুরু করবে ফেসবুক ও কোয়ালকম। কিন্তু কবে থেকে সবার জন্য সেবাটি চালু করা হবে তা নিয়ে কিছু জানা যায়নি। কোয়ালকম ৫ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক নিয়েও কাজ করে যাচ্ছে। তাদের নেটওয়ার্ক চিপসেট ব্যবহার করবে নকিয়া, স্যামসাং ও অন্যান্য ফোন নির্মাতারা। কিন্তু সে তালিকায় অ্যাপল নাও থাকতে পারে।ধারণা করা হচ্ছে, ৫ম প্রজন্মের নেটওয়ার্ক ও ফেসবুকের ওয়াইফাই প্রজেক্ট বিশ্বে তারের মাধ্যমে সংযোগের প্রয়োজন অনেকটাই কমিয়ে আনবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App