×

বিনোদন

ঈদের পরদিন ‘ইত্যাদি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ০৩:২৩ পিএম

ঈদের পরদিন ‘ইত্যাদি’
দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনধর্মী টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এই ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচারিত ঈদের পরদিন। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করে আসছেন দেশের নামকরা উপস্থাপক হানিফ সংকেত। প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। ঈদের এবারের ‘ইত্যাদি’ সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। নাচ, গান, নাট্যাংশ ও প্রতিবেদনসহ যেখানে রয়েছে বর্ণাঢ্য সব আয়োজন। দেশের জনপ্রিয় চার তারকা নায়ক ফেরদৌস আহমেদ, নাট্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী জাকিয়া বারী মম ও মোনালিসাকে নিয়ে তৈরি করা হয়েছে একটি মিউজিক্যাল পর্ব। পুরনো দিনের দুটি জনপ্রিয় গানের সঙ্গে সে সময়কার কথা এবং তার বর্তমান রূপ কেমন- তা তুলে ধরা হয়েছে নৃত্য-গীত-ছন্দ ও সুরে। নারী নির্যাতন, নারীর সম্ভ্রম রক্ষা, ভিনদেশি সিরিয়ালের ক্ষতিকর প্রভাব ইত্যাদি তুলে ধরা হয়েছে সুরে সুরে। নাচে-গানে এই পর্বটিতে প্রাণবন্ত অভিনয় করেছেন চার তারকা ফেরদৌস, অপূর্ব, মম ও মোনালিসা। তাদের সঙ্গে দলীয় নৃত্যে অংশ নেবেন অর্ধ-শতাধিক নৃত্যশিল্পী। এছাড়াও রয়েছে বর্ণাঢ্য আরো বেশকিছু আয়োজন। ব্যতিক্রমী এ আয়োজনে চার তারকার আন্তরিকতা ও সহযোগিতায় মুগ্ধ হয়েছেন ‘ইত্যাদি’র রচয়িতা ও উপস্থাপক হানিফ সংকেত। তিনি বলেন, আগে থেকে সিডিউল নেয়া না থাকলেও ‘ইত্যাদি’র জন্য যখন যাকে প্রয়োজন হয়, যোগাযোগ করলে সবাই আন্তরিকতার সঙ্গে সাড়া দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ কারণে অনুষ্ঠানের প্রতিটি কাছে শিল্পীর আমি কৃতজ্ঞ। সাধারণত তিন মাস পর পর প্রচারিত হয় কৌতুক ও ব্যাঙ্গাত্মক ঘরোনার ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদে থাকে বিশেষ পর্ব। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এ অনুষ্ঠানটি ২৮ বছর ধরে বিটিভিতে প্রচারিত হচ্ছে। বহু আগেই এটি দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। ‘ইত্যাদি’র প্রধান আকর্ষণীয় দিক হলো- সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা। এছাড়া নানা-নাতী ও বিদেশি ছবির বাংলা সংলাপও এর বিশেষ আকর্ষণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App