×

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভিলিয়ার্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ০৭:৩৬ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভিলিয়ার্স

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। আইপিএল থেকে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ছিটকে পড়ার চার দিনের মাথায় তিনি এ ঘোষণা দিলেন।

ভক্তদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে ভিলিয়ার্স বলেন, ‘আমি অনেক ক্লান্ত। সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলব না। এটাই সময় অন্যদের সুযোগ দেওয়ার। সত্যি বলতে,আমি খুবই ক্লান্ত।’

অবসরের সিদ্ধান্ত সহজ ছিল না জানিয়ে ভিলিয়ার্স বলেন,'আসলে অবসরের সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন। আমি অনেক চিন্তা-ভাবনা করেই এ সিদ্ধান্তে এসেছি। এ ছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর এটাই মোক্ষম সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার'।

বিদায়বেলায় ভক্তদের জানাতেও ভোলেননি ভিলিয়ার্স,‘সব কিছুরই একটা শেষ আছে। আমি মনে করি,আমার এখানেই শেষ। ভক্তদের ধন্যবাদ সব সময় পাশে থেকে আমাকে সমর্থন দেওয়ার জন্য ।’

ব্যাটিং ধারাবাহিকতায় ভিলিয়ার্স এখনো বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। ১১৪ টেস্টে ৫০ গড়ে তার রান ৮৭৬৫। সর্বোচ্চ ২৭৮ রান, সেঞ্চুরি হাঁকিয়েছেন ২২টি। ২২৮ ওয়ানডেতে ভিলিয়ার্সের রান ৯৫৭৭, সেঞ্চুরি ২৩টি। তবে টেস্ট, ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে নিষ্প্রভ ছিলেন ভিলিয়ার্স। ৭৮ টি-টোয়েন্টিতে ২৬ গড়ে তার রান ১৬৭২।

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই তারকার। এর পরের বছর ইংল্যান্ডের বিপক্ষেই একদিনের ক্রিকেটে অভিষেক হয় তার। ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের তিনি ইতি টানলেন আজ। এখন থেকে তাকে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই দেখা যাবে না প্রোটিয়াদের জার্সিতে। তবে তাকে দেখা যেতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসরগুলোতে। সূত্র : ক্রিকইনফো

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App