×

জাতীয়

মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন তসলিমা নাসরিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৮, ১০:৪৩ পিএম

মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন তসলিমা নাসরিন

মেডিকেলে গবেষণার কাজে ব্যবহারের জন্য মরণোত্তর দেহদান করার অঙ্গীকার করেছেন ভারতে বসবাসরত লেখিকা তসলিমা নাসরিন। নিজের ফেসবুক একাউন্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (এইমস) এ গিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করে এসেছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মরণোত্তর দেহ দান করেছিলাম কলকাতা মেডিক্যাল কলেজে, ২০০৫ সালে। কিন্তু কলকাতার দরজা তো আমার জন্য বন্ধ। অগত্যা এইমস হাসপাতালেই মরণোত্তর দেহ দানের ব্যবস্থা করলাম।’

এইমস-এ অ্যানাটমি বিভাগে তার অঙ্গীকারপত্রের নম্বর ২০৩৩৪/১৮। এরপর তিনি টুইটও করেন, ‘এইমস-এ গবেষণা ও শিক্ষার জন্য আমি দেহদানের সিদ্ধান্ত নিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App