×

জাতীয়

বেনাপোল কাস্টম চেকপোস্টে যাত্রীদের জন্য ইফতারির ব্যবস্থা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৮, ১০:২৮ পিএম

বেনাপোল কাস্টম চেকপোস্টে যাত্রীদের জন্য ইফতারির ব্যবস্থা

স্বাধীনতার পর এই প্রথম বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করেছে বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষ। গতকাল সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ২শ’ ৫০ জন রোজাদার পাসপোর্ট যাত্রীর হাতে ইফতার তুলে দেন কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী।

কাস্টমস হাউজের উদ্যোগে এখন থেকে বেনাপোল আন্তজার্তিক চেকপোস্টে প্রতিদিন সন্ধ্যায় ইফতারির সময় ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাশপোর্ট যাত্রীদের মাঝে ইফতারি ও ঠাণ্ডা পানি সরবরাহ করা হবে। এদিকে কাস্টমস হাউজের এ ধরনের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ পাসপোর্ট যাত্রীরা।

গতকাল পাসপোর্ট যাত্রীদের মাঝে এ ইফতারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের ডাইরেক্টর আমিনুল ইসলাম, কাস্টমস এর ডেপুটি কমিশনার সাইদ আহমেদ রুবেল, জাকির হোসেন, ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম। এছাড়া বন্দরের উর্দ্ধতন কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App