×

জাতীয়

বাগেরহাটে কেমিকেল জব্দ, লাখ টাকা জরিমানা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৮, ০৬:২৩ পিএম

বাগেরহাটে কেমিকেল জব্দ, লাখ টাকা জরিমানা
বাগেরহাট শহরের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্যে ব্যবহৃত অবৈধ কেমিকেল রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের ফলপট্টি এলাকার সুতা ব্যবসায়ী শ্যামল কুমার নাগের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করে। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে খানজাহান আলী সড়ক, মেইনরোড, কচুয়াপট্টি, নাগেরবাজার সড়ক, সাধনার মোড় এবং রাহাতের মোড়ের অধিকাংশ বেকারি, ফলের দোকান এবং মিষ্টির দোকান বন্ধ করে ব্যবসায়ী সরে পড়েন। তারা জেল জরিমানা এড়াতে তাদের দোকানপাট বন্ধ করেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) মো. শাহরিয়ার মুক্তার বলেন, বাগেরহাট শহরের ফলপট্টি এলাকার সুতা ব্যবসায়ী শ্যামল নাগের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানে যাই। তার দুই ছেলে অমল কৃষ্ণ নাগ ও হরিপদ নাগ এই দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। সেখানে গিয়ে তাদের দুই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের রাসয়নিক কেমিকেলের আটটি প্লাস্টিকের ক্যান জব্দ করা হয়। ওই কেমিকেল আইসক্রিম বেকারি পণ্যসহ হাতে তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্যে মিশিয়ে বাজারজাত করা হয়ে থাকে। এই ক্ষতিকারক কেমিকেল ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। এই কেমিকেল মানবদেহের জন্য ক্ষতিকারক। বিএসটিআই এই কেমিকেল খাদ্যদ্রব্যে ব্যবহারে অনুমতি দেয়নি। অবৈধ বিক্রয় নিষিদ্ধ কেমিকেল দোকানে রেখে বিক্রির দায়ে ওই দুই ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ জরিমানা করা হয় এবং তাদের দোকানে পাওয়া কেমিক্যাল ধ্বংস করা হয়েছে। বাগেরহাট শিল্প বণিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন লিটন বলেন, বাজারে ভেজাল বিরোধী অভিযান চালানো ভ্রাম্যমাণ আদালতের রুটিন ওয়ার্ক। তাদের নিয়ম অনুযায়ী তা পরিচালিত হবে। এখানে কোন ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে অধিক লাভের আশা করলে প্রশাসন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App