×

খেলা

চ্যালেঞ্জ নিতে মেসি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৮, ১০:১৫ পিএম

চ্যালেঞ্জ নিতে মেসি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত
বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে লিওনেল মেসি প্রস্তুত বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। তার মতে, আর্জেন্টিনার সেরা তারকা শারীরিকভাবে ‘ভালো অবস্থায়’ আছেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার সঙ্গে লড়বে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল বিশ্বকাপের আগে মেসির ফিটনেস ঘাটতি ছিল বলে গুঞ্জন আছে। বার্সেলোনায় জেরার্ডো মার্টিনোর অধীনে কঠিন একটি মৌসুম শেষ করে তিনি ব্রাজিলে গিয়েছিলেন। তবে বার্সায় এই মৌসুমটা দুর্দান্ত কেটেছে মেসির। বার্সার লা লিগা ও কোপা দেল রের শিরোপা জয়ে বড় অবদান ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের। সোমবার বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার পর আর্জেন্টিনা কোচ সাম্পাওলি মেসিকে নিয়ে বলেন, ‘মেসির সঙ্গে আমি কথা বলেছি। আমি দেখেছি, সে বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত। শারীরিকভাবে সে ভালো অবস্থায় আছে।’ হাঁটুর চোটের কারণে গত এপ্রিল থেকে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে পারেননি আর্জেন্টিনার আরেক ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। তবে ২৩ বছর বয়সি এই তারকা পুরোপুরি ফিট বলে জানালেন আর্জেন্টিনা কোচ, ‘গত সপ্তাহ থেকে স্বাভাবিকভাবেই সে কাজগুলো করছে। গ্যাব্রিয়েল মেরকাদোর বড় কোনো সমস্যা নেই। আমরা দেখব, বিগলিয়া কোন অবস্থায় ক্যাম্পে আসে।’ বিশ্বকাপ বাছাইপর্বে বেশ লড়াই করতে হয়েছে আর্জেন্টিনাকে। মূলপর্বে জায়গা পাওয়া নিয়েও শঙ্কা জেগেছিল। শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মেসির হ্যাটট্রিক আলবিসেলেস্তেদের এনে দেয় রাশিয়ার টিকিট। তবে টুর্নামেন্টে আর্জেন্টিনার ভালো করার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী সাম্পাওলি, ‘বিশ্বকাপ খেলতে হবে ভয়ডরহীন। চাপ থাকবে। নিজেদের খেলা নিয়ে যারা বেশি আত্মবিশ্বাসী থাকবে তারাই শুরুর একাদশে জায়গা পাওয়ার জন্য এগিয়ে থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App