×

তথ্যপ্রযুক্তি

গুগল অ্যাসিস্টেন্টের ভয়েস চেঞ্জ করুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৮, ০৪:৪৩ পিএম

গুগল অ্যাসিস্টেন্টের ভয়েস চেঞ্জ করুন
বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ানের বেশি ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। এমনকি গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের জন্য এখন আর প্রয়োজন নেই অ্যানড্রয়েড ফোনের। আইফোন থেকেও ব্যবহার করা যাচ্ছে এই মুহুর্তে সবথেকে এগিয়ে থাকা এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আগে মাত্র দুটি গলার মধ্যে একটি গলা শোনা যেত গুগল অ্যাসিস্ট্যান্টে। এবার গুগল অ্যাসিস্ট্যান্টে আরও ৬টি নতুন গলা যোগ করলো গুগল। সাথে রয়েছে পুরনো দুটিও। অর্থাৎ মোট ৮ টি গলার মধ্যে থেকে যে কোন একটি গলা পছন্দ করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এই তিনটি গলার মধ্যে তিনটি পুরুষের গলা আর বাকি তিনটি মহিলার। এখন হিন্দী ভাষাতেও ব্যবহার করা যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট।সম্প্রতি গুগল ডুপ্লেক্স লঞ্চ করে দুনিয়াকে চমকে দিয়েছে গুগল। এবার নতুন এই গলা সেই কাজেই নতুন এক পালক জুড়বে বলে মনে করছেন অনেকে। আসুন দেখে নিন কিভাবে বদল করবেন আপনার গুগল অ্যাসিস্ট্যান্টের গলা- অ্যানড্রয়েড ফোন ও ট্যাবলেট এর জন্য- ১. নিজের ফোনের হোম বাটন প্রেস করে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন করুন। আপনার ফোনের অ্যানড্রয়েড ভার্সান অ্যানড্রয়েড ৬.০ বা তার বেশি হতে হবে। ২. এরপর উপরে ডানদিকে নীল রঙের এক্সপ্লোর বাটনে ট্যাপ করুন। ৩. এরপরে আবার ডানদিকে উপরে তিনটি ডটে ট্যাপ করে সেটিংস সিলেক্ট করুন। ৪. এরপর প্রেফারেন্সে যান। ৫. ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করুন। ৬. এরপর এখানে আপনি সবকটি আওয়াজ পেয়ে যাবেন। যে আওয়াজটি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করুন। ৭. সিলেক্ট হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসুন। নতুন গলা নিজে থেকেই সিলেক্ট হয়ে যাবে। আইফোন ও আইপ্যাড এর জন্য- ১. আপনার আইফোন বা আইপ্যাড থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন করুন। ২. ডানদিকে উপরে নীল আইকনে ট্যাপ করুন। ৩. এবার ডানদিকে উপরে তিনটি ডটে ক্লিক করুন। এরপরে সেটিংস সিলেক্ট করুন। ৪. প্রেফারেন্স সিলেক্ট করুন। ৫. এরপরে অ্যাসিস্ট্যান্ট ভয়েস সিলেক্ট করুন। ৬. এরপর আপনার পছন্দের গলা সিলেক্ট করে নিন। নতুন গলা নিজে থেকেই সিলেক্ট হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App