×

আন্তর্জাতিক

করাচিতে তিন দিনে ৬৫ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৮, ০২:৫৯ পিএম

করাচিতে তিন দিনে ৬৫ জনের মৃত্যু
পাকিস্তানের করাচিতে তীব্র দাবদাহে গত তিন দিনে অন্তত ৬৫ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির বড় সমাজকল্যাণমূলক সংস্থা ঈদি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন দেশটি জুড়ে অ্যাম্বুলেন্স ও মর্গ সেবা পরিচালনা করে। ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল ঈদি জানান, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে করাচির নিম্নবিত্ত এলাকাগুলোতে। ঈদি রয়টার্সকে বলেন, গত তিন দিনে রাজ্যে মারা গেছেন এমন অন্তত ৬৫ জনের মৃতদেহ আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত মর্গে রাখা আছে। তারা সবাই তীব্র তাপদাহে মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে সিন্ধু প্রদেশের স্বাস্থ্য সচিব ফজলুল্লাহ পেচুহো পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনকে বলেন, রাজ্যে তাপদাহে কেউ মারা যায়নি। তাদের তাপদাহে, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে সেটা চিকিৎসকরা ও হাসপাতালগুলো বলতে পারবে। এদিকে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাজ্যের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ২০১৫ সালের গ্রীষ্মকালে করাচিতে তীব্র তাপদাহে অন্তত ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছিল। এবার ওই বছরের পুনারাবৃত্তি ঘটতে পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App